১৪ আগস্ট শুরু সিপিএল
ছবি: সিপিএল শুরু হবে ১৪ আগস্ট, ফাইল ফটো
বরাবরের মতো ছয়টি দল নিয়েই হবে এবারের সিপিএলের মৌসুম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংসের সঙ্গে থাকবে সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বার্বাডোস রয়্যালস, ট্রিনবাগো নাইট রাইডার্স এবং অ্যান্টিগা ও বার্বুদা ফ্যালকন্স।
সিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট রাসেল বলেন, 'আমরা আবারও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সহযোগিতা করতে পেরে আনন্দিত। যাতে আমাদের সেরা খেলোয়াড়দের সিপিএলে অংশগ্রহণ করার একটি সুযোগ তৈরি করতে পারে। ২০২৪ মৌসুম আমাদের সবচেয়ে সফল ছিল, এবং আমরা ২০২৫ সালে সেই গতিতে এগিয়ে যেতে উন্মুখ।'
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান পরিচালনা কর্মকর্তা এবং অস্থায়ী সিইও লিনফোর্ড ইনভারারি সিপিএল প্রসঙ্গে বলেন, 'আমরা ২০২৫ সালের সিপিএল সময়সীমা ঘোষণা করতে পেরে আনন্দিত। সিডব্লিউআই আমাদের ক্রিকেট ক্যালেন্ডার তৈরি করতে ভূমিকা রেখেছে। সিপিএল আমাদের ক্রিকেট কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ক্যারিবিয়ান জুড়ে এই খেলাটির উন্নয়ন এবং প্রচারের জন্য উল্লেখযোগ্য অবদান রাখে।'
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে সিপিএল আয়োজকরা সর্বোচ্চ সহায়তা পাবে উল্লেখ করে তিনি আরও বলেন, 'সিপিএলের সঙ্গে আমাদের অংশীদারিত্ব নিশ্চিত করে যে সেরা প্রতিভাগুলো প্রদর্শিত হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটের সময়সূচির সঙ্গে কোনো সংঘর্ষ হবে না।'
সিপিএলের ইতিহাসে তিনবারের চ্যাম্পিয়ন জামাইকা তালাওয়াশ এবারও এই আসরে অংশ নেবে না। এ নিয়ে টানা দ্বিতীয়বার এই দলটিকে ছাড়া মাঠে গড়াবে সিপিএল। আসরে ছয়টি দলের মধ্যে সবমিলিয়ে ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে লিগ পর্বে ছয়টি এবং প্লে-অফে চারটি ম্যাচ হবে।