promotional_ad

দা সিলভা-হজের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

ব্রিসবেন টেস্টের প্রথম দিন শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটারদের ওপর চড়াও হন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তার আগুনে বোলিংয়ে মাত্র ৬৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা। কিন্তু সেই ধাক্কা সামাল জশুয়া দা সিলভা তার ১৫৭ বলের ধৈর্য্যশীল ৭১ ও কাভেম হজের ৭৯ রানের সুবাদে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। এই দুজনের ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে তারা।


দিবা-রাত্রির টেস্টে প্রথম দিনের শুরুটা ভালো ছিল না ক্যারিবীয়দের। অস্ট্রেলিয়ার তিন পেসার মিলে দলটির টপ অর্ডার গুঁড়িয়ে দেন। শুরুটা করেন জশ হ্যাজলউড। তার ফুলার লেংথের বল অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাট ছুঁয়ে অ্যালেক্স ক্যারির গ্লাভস বন্দি হয়। ফলে ৪ রানেই ফেরেন তিনি।


promotional_ad

এরপর ত্যাগনারায়ন চন্দরপল ও কার্ক ম্যাকেঞ্জি শুরু ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু তাদের ৩৩ রানের জুটি ভাঙেন অধিনায়ক প্যাট কামিন্স। ২১ রান করা ম্যাকেঞ্জি উসমান খাওয়াজার হাতে ক্যাচ তুলে দেন। এরপর আরেক ওপেনার চন্দরপল স্টার্কের করা স্টাম্পের বাইরের ব্যাক অব লেংথ ডেলিভারি খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন।


আরো পড়ুন

জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ

১৯ এপ্রিল ২৫
আইসিসি

উইকেটে আসা নতুন ব্যাটার অ্যালিক আথানাজেও টিকতে পারেননি বেশিক্ষণ। ৮ রান করা এই ব্যাটারকে অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন স্টার্ক। এরপর জাস্টিন গ্রেভসকেও ফেরান তিনি। ফলে ৬৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পরে সফরকারীরা। এই ধাক্কাটা বেশ ভাল ভাবেই সামাল দিয়েছেন হজ, দা সিলভা।


তাদের দুজনের ব্যাটেই দুশ রান পার করে ক্যারিবিয়ানরা। দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। কিন্ত পানি পানের বিরতির পরই সিলভাকে ফেরায় নাথান লায়ন। এই স্পিনারের লেংথ বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ৭৯ রান করা দা সিলভা। তার সাতটি চারে সাজানো ইনিংস শেষ হলে ভাঙে ১৪৯ রানের জুটি।


এরপর সাজঘরে ফেরেন ৭১ রান করা হজও। স্টার্কের বলে স্টিভ স্মিথের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এক ছক্কা ও ৮ চারে সাজানো ছিলো তার ইনিংসটি। এরপর অষ্টম উইকেটে ৪১ রানের জুটি গড়েন কেভিন সিনক্লেয়ার ও আলজারি জোসেফ। দিনের শেষদিকে ৩২ রান করা আলজারি আউট হন হ্যাজলউডের বলে।


তিনি স্টিভ স্মিথের কাছে ক্যাচ তুলে দিলে ২৬৬ রানে ৮ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে সফরকারীরা। অপরদিকে ১৬ রান করে অপরাজিত থাকা সিনক্লেয়ার দ্বিতীয় দিন নতুন সঙ্গী নিয়ে ব্যাটিংয়ে নামবেন। অস্ট্রেলিয়া হয়ে স্টার্ক চারটি, হ্যাজেলউড দুটি ও লায়ন, কামিন্স নিয়েছেন একটি করে উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball