নিষিদ্ধ শাহজাইব হাসান

promotional_ad

পাকিস্তান সুপার লিগের গত আসরে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি ক্রিকেটার শাহজাইব হাসানকে ১ বছরের জন্য নিষিদ্ধ ও ১ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।


পাকিস্তানের একটি দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল এই শাস্তি দিয়েছে এই ক্রিকেটারকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গঠিত দুর্নীতি বিরোধী ইউনিটের তদন্তের অংশ হিসেবে দেশটির পঞ্চম খেলোয়াড় হিসেবে শাস্তি পেলেন করাচি কিংসের সাবেক এ খেলোয়াড়।


২৭ বছর বয়সী এ ক্রিকেটারের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়েছে। ২০১৭ সালের ১৮ মার্চ শাহজাইবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।


promotional_ad

তদন্ত শেষে বুধবার সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। শাহজাইবের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধ আপিল করবেন তারা।


পিসিবির আইনি পরামর্শদাতা তফাজুল রিজভি বলেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরও শাহজাইব ক্রিকেটে ফিরতে পারবেন না। তাকে পিসিবির পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিতে হবে।


এর আগে দূর্নীতি বিরোধী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের দুই ক্রিকেটার খালিদ লতিফ ও শারজিল খান পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।


স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে যথাসময়ে কর্তপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ায় জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ ইরফানও শাস্তির মুখে পড়েছেন। এই পেসার এক বছর ও মোহাম্মদ নওয়াজ দুই মাসের জন্য নিষিদ্ধাদেশ কাটিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball