promotional_ad

২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’

বাংলাদেশ ‘এ’ দল, ক্রিকফ্রেঞ্জি
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ। লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা যখন দেশের বাইরে সিরিজ খেলায় ব্যস্ত তখন দেশের মাটিতে একের পর এক সিরিজ আয়োজনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিনের ম্যাচ শেষে চট্টগ্রামে প্রথম চারদিনের ম্যাচ খেলছে সাউথ আফ্রিকা ও বাংলাদেশ ইমার্জিং দল।

promotional_ad

কক্সবাজারে চলছে মেয়েদের ইমার্জিং দলের খেলা। ২১ মে থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ। ক্রিকেটারদের এমন ব্যস্ততা এখনই শেষ হচ্ছে না। বিশেষ নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়দের জন্য অপেক্ষা করছে একের পর এক সিরিজ ও সফর।


আরো পড়ুন

১২ রানের লিড নিয়ে ২৬৮ রানে অল আউট সোহানরা

১৬ মে ২৫
ভিডিও থেকে নেয়া স্ক্রিনশর্ট

ভবিষ্যতের ক্রিকেটার তৈরি করতেই ‘এ’ দলের বেশি বেশি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত ১৪টি চার দিনের ম্যাচ, ১৮টি একদিনের ম্যাচ ও অন্তত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। বিসিবি চাইলে এফটিপির বাইরে গিয়েও সিরিজ আয়োজন করতে পারবে। এমনটা হলে আরও বাড়বে ম্যাচের সংখ্যা।


promotional_ad

ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শেষে অস্ট্রেলিয়া সফরে যাবেন সোহানরা। যেখানে দুটি চার দিনের ম্যাচের সঙ্গে অন্তত ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। ২০২৬ সালে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কার। সেই সিরিজে দুটি চার দিনের ম্যাচের সঙ্গে তিনটি একদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল।


আরো পড়ুন

আশিকুরের সেঞ্চুরির পর দিপুর দৃঢ়তায় বাংলাদেশের দিন

৭ ঘন্টা আগে
ছক্কা মেরে আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরি, বিসিবি

একই বছরের সেপ্টেম্বরে সাউথ আফ্রিকা সফর করবে বাংলাদেশ ‘এ’। সেই সফরেও তিনটি একদিনের ম্যাচের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। ২০২৭ সালে বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়ারা। সেবারও তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচের সিরিজ খেলবে সাউথ আফ্রিকা।


একই বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিমান ধরতে হবে জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের। সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গেও তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলতে হবে তাদের। পরের বছরের মে মাসে আরও একবার শ্রীলঙ্কা সফর করবেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball