২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’

ছবি: বাংলাদেশ ‘এ’ দল, ক্রিকফ্রেঞ্জি

কক্সবাজারে চলছে মেয়েদের ইমার্জিং দলের খেলা। ২১ মে থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ। ক্রিকেটারদের এমন ব্যস্ততা এখনই শেষ হচ্ছে না। বিশেষ নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়দের জন্য অপেক্ষা করছে একের পর এক সিরিজ ও সফর।
১২ রানের লিড নিয়ে ২৬৮ রানে অল আউট সোহানরা
১৬ মে ২৫ভবিষ্যতের ক্রিকেটার তৈরি করতেই ‘এ’ দলের বেশি বেশি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত ১৪টি চার দিনের ম্যাচ, ১৮টি একদিনের ম্যাচ ও অন্তত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। বিসিবি চাইলে এফটিপির বাইরে গিয়েও সিরিজ আয়োজন করতে পারবে। এমনটা হলে আরও বাড়বে ম্যাচের সংখ্যা।

ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শেষে অস্ট্রেলিয়া সফরে যাবেন সোহানরা। যেখানে দুটি চার দিনের ম্যাচের সঙ্গে অন্তত ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। ২০২৬ সালে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কার। সেই সিরিজে দুটি চার দিনের ম্যাচের সঙ্গে তিনটি একদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল।
আশিকুরের সেঞ্চুরির পর দিপুর দৃঢ়তায় বাংলাদেশের দিন
৭ ঘন্টা আগে
একই বছরের সেপ্টেম্বরে সাউথ আফ্রিকা সফর করবে বাংলাদেশ ‘এ’। সেই সফরেও তিনটি একদিনের ম্যাচের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। ২০২৭ সালে বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়ারা। সেবারও তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচের সিরিজ খেলবে সাউথ আফ্রিকা।
একই বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিমান ধরতে হবে জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের। সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গেও তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলতে হবে তাদের। পরের বছরের মে মাসে আরও একবার শ্রীলঙ্কা সফর করবেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।