বিজয়ের পর মেহেদির বড় শতক

ছবি:

বিকেএসপিতে দাপট দেখাচ্ছে খুলনা বিভাগ। এনসিএলের শেষ রাউন্ডের খেলায় ঢাকা ডিভিশনের বোলারদের ভুগিয়ে বিজয় ও মেহেদি জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছে। মাত্র এক উইকেট হারিয়ে ৩৭০ রানে দিন শেষ করেছে খুলনা।
বিজয় ও মেহেদি সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি করলেও ব্যর্থ হয়েছেন সৌম্য। উইকেটে জমে গিয়েও ৩০ রানে থামে সৌম্যর ইনিংস। সৌম্যর বিদায়ে শুরুর ধাক্কা সামাল দিয়েছিলেন বিজয়।
নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন তিনি। পরবর্তীতে রীতিমত ওয়ানডে মেজাজে ব্যাটিং করে সেঞ্চুরি পূর্ণ করেন মেহেদি হাসান।

দিন শেষে বিজয় ২০৬ বলে ১৬৭ ও মেহেদি মাত্র ১৫১ বলে ১৬৮ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথমে ব্যাট করা ঢাকা বিভাগকে মাত্র ১১৩ রানে অল আউট করেছেন খুলনা।
ক্যারিয়ার সেরা ২৪ রানে সাত উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ। উইকেটের দেখা পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তিনি। একটি উইকেট নিয়েছেন অভিজ্ঞ আব্দুর রাজ্জাক।