বোলিংয়ের মূল শক্তি জানালেন রশিদ খান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মিতব্যয়ী বোলিং করার পাশাপাশি ধারাবাহিক উইকেট শিকারের মাধ্যমে বেশ কয়েক বছর ধরেই ক্রিকেট বিশ্বে দাপট দেখাচ্ছেন রশিদ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন তিনি।
মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর নিজের বোলিংয়ের শক্তিমত্তা নিয়ে কথা বলেন সানরাইজার্স হায়দরাবাদের আফগান স্পিনার রশিদ। তাঁর মতে চিন্তামুক্ত বোলিং করার মাধ্যমেই ধারাবাহিক সাফল্য পেয়েছেন তিনি।

মঙ্গলবার আগে ব্যাট করে দিল্লির সামনে ২২০ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় হায়দরাবাদ। এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩১ রানে অলআউট হয় দিল্লি। ফলে ৮৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ার্নারবাহিনী।
দিল্লির এমন নাকানিচুবানি খাওয়ার রাতে দুর্দান্ত বোলিং করেছেন হায়দরাবাদের লেগস্পিনার রশিদ। ৪ ওভারে ১.৮০ ইকোনোমি রেটে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন এই আফগান লেগস্পিনার। যেখানে ১৭টি ডট বল দিয়েছেন তিনি। যা কিনা এবারের আসরে তৃতীয়বারের মতো এক ইনিংসে সর্বোচ্চ ডট বল।
এর আগে ১৭টি করে ডট বল দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট ও চেন্নাই সুপার কিংসের দীপক চাহার। ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে রশিদ বলেন, 'ম্যাচটা জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। উইকেট অনেকটা সাহায্য করছিল। আমি মূলত যে বিষয়টির দিকে নজর দিচ্ছি তা হলো মিতব্যয়ী বোলিং করা। ডট বলগুলো আমাকে উইকেট পেতে সহায়তা করে। শুধু আমাকে না অন্য প্রান্তের বোলারকেও সহায়তা করে। আমি চিন্তামুক্ত বোলিং করি, এটি আমার বোলিংয়ের মুল শক্তি।'
লাইন লেন্থ বজায় রেখে বল করার পাশাপাশি ব্যাটসম্যানের শক্তিমত্তা এবং দুর্বলতাগুলো যাচাই করাকেই মুখ্য বিষয় বলে মনে করেন রশিদ। তাঁর ভাষায়, 'আমার কাছে পরিস্থিতি কোন ব্যাপার না। আমি সবসময় ভালো জায়গায় বল করতে চাই। আপনাকে ব্যাটসম্যানের মুভমেন্ট বুঝতে হবে এবং ব্যাটসম্যানের দুর্বল এবং শক্তিশালী জায়গাগুলো দেখতে হবে। আমি এই বিষয়গুলো মাথায় রাখি।'
টুর্নামেন্টে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে আছেন রশিদ।িআর তার দল ১২ ম্যাচে মাত্র ৫টিতে জয় পেয়েছে। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে হায়দরাবাদ।