অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্ট খেলতে প্রস্তুত নয় আফগানিস্তান

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া সফরের সূচি পেয়েও পুরোপুরি তৃপ্ত নয় আফগানিস্তান। এই সফর শেষে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে রশিদ খান-মুজিব উর রহমানরা। কোয়ারেন্টিন শেষে অংশ নিতে হবে দিবা-রাত্রির টেস্টে, যা নিয়ে দুশ্চিন্তায় আছে দলটি। ইতোমধ্যেই দিবা-রাত্রির টেস্ট খেলতে অপারগতা প্রকাশ করেছে তারা।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরহিমজাই বলেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আমরা ডিসেম্বরে খেলতে যাচ্ছি। যেহেতু আমরা আগে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলিনি।

তাই তাদের কাছে আমরা অনুরোধ করেছি দিবা-রাত্রির টেস্টের বদলে সাধারণ টেস্ট ম্যাচ খেলতে। অস্ট্রেলিয়া সফরের আগে আমরা আরব আমিরাতে ক্যাম্প করব এবং একমাত্র টেস্টের আগে সেখানে আমরা অনুশীলন ম্যাচ খেলার প্রত্যাশা করছি।'
আগামি ২১ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে আফগানিস্তানের প্রথম টেস্ট। যদিও করোনাভাইরাস পরিস্থিতির কারণে পুনরায় সূচি তৈরি করা হয়েছে।
পার্থে আগামী ৭ ডিসেম্বর শুরু হবে দুই দেশের একমাত্র টেস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে আফগানরা দিবা-রাত্রির টেস্ট খেলবে কি না তা জানা যাবে আগামি ২৯ আগস্ট।
সুত্রঃ ক্রিকবাজ