নেতৃত্ব ছাড়তে প্রস্তুত উইলিয়ামসন?

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের পর থেকে সময় ভালো যাচ্ছে না কেন উইলিয়ামসনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ হয় নিউজিল্যান্ড। সমালোচনার মুখে পড়ে কেন উইলিয়ামসনের অধিনায়কত্ব। উইলিয়ামসন অবশ্য নেতৃত্ব ছেড়ে দিতেও প্রস্তুত।
সম্প্রতি কিউই দলপতি বলেছেন, 'দলের জন্য যেটা ভালো হয় আমি সেটাই চাইব। সবাই মিলে দলের জন্য যে সিদ্ধান্ত নেবে আমিও তার পক্ষেই কথা বলব। দল যে পথে হাঁটতে চাইবে, আমিও সেই পথে হাঁটব।

এটা কখনোই আমার ব্যক্তিগত ব্যাপার নয়। এটা দলের ভালোর জন্যই। ম্যানেজমেন্টের সবাই অবশ্যই দলের কথা বিবেচনা করে যেকোনো সিদ্ধান্ত নেবে।'
নিউজিল্যান্ডের গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, চাপ কমানোর জন্য উইলিয়ামসনকে যেকোনো দুটি ফরম্যাটে অধিনায়ক হিসেবে রাখতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট।
উইলিয়ামসনের এতে কোনো আপত্তি নেই। তিনি জানান, এসব ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত হলেই তা দলের জন্য ভালো।
'খেলায় অনেক ব্যস্ত সূচি, যার কারণে খুব দ্রুত একের পর সিরিজ সামনে চলে আসছে। ভারতের বিপক্ষে খেলতে পারার দারুণ একটি সুযোগ পেয়েছি আমরা। টি-টোয়েন্টিতে ভারত অসম্ভব শক্তিশালী দল, তাদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে চাই।'