নতুন দুই অধিনায়কের নাম ঘোষণা জিম্বাবুয়ের

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ফেব্রুয়ারিতে পাঁচটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের। বিষয়টি এখনও নিশ্চিত নয়, যদিও আলোচনা চলছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে। বাংলাদেশ সফর নিশ্চিত না হলেও তিন ফরম্যাটে নতুন দুই অধিনায়কের নাম ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
টেস্ট ম্যাচে দলটির অধিনায়কত্ব করবেন শন উইলিয়ামস। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে দলটির অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে চামু চিবাবাকে।

এতদিন তিন ফরম্যাটে দলটির অধিনায়ক ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
বর্তমানে জেডসি'র ক্রিকেট বিভাগ পরিচালনার দায়িত্বে আছেন মাসাকাদজা। তিন ফরম্যাটে নতুন অধিনায়ক নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ ছিল তাঁর। উইলিয়ামস এবং চিবাবা- দুজনকেই এই পদের জন্য উপযুক্ত মনে করেন মাসাকাদজা।
গণমাধ্যমকে তিনি বলেন, 'অধিনায়কত্ব পাওয়াটা অবশ্যই মর্যাদা ও সম্মানের। শন এবং চামু দুজনেরই এটা প্রাপ্য। তারা দুজনই দারুণ ক্রিকেটার এবং লম্বা সময় ধরে জিম্বাবুয়ের হয়ে খেলছে।
আমি এই দুজনকে শুভকামনা জানাতে চাই এবং বিশ্বাস করি জিম্বাবুয়ে ক্রিকেটকে তারা পরবর্তী ধাপে নিয়ে যাবে।'