ফিক্সিং ঠেকাতে শ্রীলঙ্কায় কঠোর আইন প্রণয়ন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট মাঠে ম্যাচ পাতানো বা এই সংক্রান্ত দুর্নীতি বন্ধ করতে সোমবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কা সরকার নতুন আইন পাশ করেছে। সংসদে প্রণয়ন করা এই আইনে ম্যাচ গড়াপেটা করলে কঠিন শাস্তির ব্যবস্থা করেছে তারা।
শ্রীলঙ্কার মাটিতে হওয়া ম্যাচে বাজি অবশ্য আগে থেকেই নিষিদ্ধ ছিল। নতুন আইনের একটি ধারা অনুযায়ী, বিদেশের মাটিতেও জুয়া বা এই সংক্রান্ত কাজে লিপ্ত থাকতে পারবেন না কোনো শ্রীলঙ্কান।

এই আইন ভাঙলে সর্বোচ্চ ১০ বছরের জেলসহ ১০ লাখ রুপি জরিমানা দিতে হবে। নতুন আইনের আরেকটি ধারায় আছে, জুয়া বা ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত কেউ বা তার পরিবারের কোনো সদস্য দেশটির ক্রীড়াঙ্গনের কোনও বোর্ডে অবস্থান করতে পারবে না।
নতুন আইন প্রসঙ্গে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো বলেন, ‘এই আইন আটকে দিতে অনেকেই চেষ্টা করেছে। একদম শেষ মুহূর্তে এটা পাশ হওয়ায় আমি অত্যন্ত খুশি।’
কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দলের সঙ্গে কথা হয় হারিন ফার্নান্ডোর। এরপর মিডিয়ার সামনে তিনি বলেন, ‘আইসিসির চোখে শ্রীলঙ্কা বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ক্রিকেট দেশ’।
তার এমন বক্তব্যের কয়েক সপ্তাহের মধ্যে নতুন আইন প্রণয়ন করে শ্রীলঙ্কার সংসদ।