একদিনে ১৬ উইকেট হারাল প্রোটিয়ারা

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
রঞ্চিতে ভারতের বিপক্ষে ইনিংস হারের প্রহর গুনছে দক্ষিণ আফ্রিকা। টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৬২ রানে। এরপর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে আট উইকেটে ১৩২ রান করেছে ফাফ ডু প্লেসির দল।
ভারতের বোলারদের সম্মিলিত আক্রমণের সামনে এ দিন পাত্তাই পায়নি সফরকারীরা। ম্যাচ হারের পাশাপাশি ৩-০ ব্যবধানে সিরিজ হোয়াইটওয়াশেরও প্রহর গুনছে তারা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন জুবায়ের হামজা। এ ছাড়া জর্জ লিন্ডে ৩৭ এবং টেম্বা বাভুমা ৩২ রান করেন।

ভারতের হয়ে প্রথম ইনিংসে তিনটি উইকেট পেয়েছেন উমেশ যাদব। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি, শাহবাজ নাদিম এবং রবীন্দ্র জাদেজা। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে আরও আগ্রাসী ছিলেন ভারতের বোলাররা।
৯৮ রানের মধ্যে প্রোটিয়াদের সাত উইকেট ফেলে দেন তারা। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ শামি তিনটি ও উমেশ যাদব দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের হয়ে ৩০* রান করেছেন ডি ব্রুইন। এ ছাড়া জর্জ লিন্ডে ২৭ এবং ডেন পাইড ২৩ রান করেন।
রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি এবং অজিঙ্কা রাহানের সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংসে নয় উইকেটে ৪৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। ফলোঅন এড়িয়ে যেতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আরও ২০৩ রান।