চার ধাপ পেছালেন তামিম, উন্নতি মুশফিকের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে বিবর্ণ পারফর্মেন্সের কারণে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের। সিরিজের তিন ম্যাচে যথাক্রমে ০, ১৯ এবং ২ করেন অভিজ্ঞ এই ব্যাটসমান।
ফলে র্যাঙ্কিংয়ের ২৮ নম্বরে থেকে সিরিজ শুরু করা তামিম পিছিয়েছেন চার ধাপ। আইসিসির সর্বশেষ প্রকাশিত তালিকায় তাঁর অবস্থান ৩২ নম্বরে। তবে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি অবনমন হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। সিরিজে ৩.৬ এবং ৯ রান করা মাহমুদউল্লাহ ৪৫ নম্বর থেকে নেমে গেছেন ৫৩ নম্বরে। অর্থাৎ ৮ ধাপ পিছিয়েছেন তিনি।

তামিম ও মাহমুদউল্লাহর অবনমন হলেও উন্নতি হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। টানা প্রথম দুই ম্যাচে হাফসেঞ্চুরি পাওয়া মুশফিক ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। ১৯ নম্বরে থেকে সিরিজ শুরু করা মুশফিক এখন আছেন ১৮ নম্বরে।
এদিকে ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং স্পিনার মেহেদি হাসান মিরাজের। বিশ্বের ১৪তম বোলার হিসেবে সিরিজ শুরু করা মুস্তাফিজ প্রথম দুই ম্যাচে ৪ উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে।
ফলে ছয় ধাপ পিছিয়ে ২০ নম্বরে অবস্থান করছেন তিনি। আরেক পেসার প্রথম এবং শেষ ওয়ানডেতে একটি করে উইকেট পান। তবে তিনিও ছিলেন বল হাতে বেশ খরুচে। তাই ৫ ধাপ পিছিয়ে ৭৮ নম্বর নেমে গেছেন এই ডানহাতি।
সিরিজে বল হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন স্পিনার মিরাজও। প্রথম দুই ম্যাচে একটি করে উইকেট পাওয়া মিরাজ শেষ ওয়ানডেতে ৫৯ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। এই কারণে ১৬ নম্বরে থেকে সিরিজ শুরু করা এই অফ স্পিনার এক ধাপ পিছিয়েছেন বোলারদের র্যাঙ্কিংয়ে। বর্তমানে তাঁর অবস্থান ১৭ নম্বরে।