মিডিয়াকে এড়িয়ে গেলেন ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরার পর গণমাধ্যমে কথা বলেননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। হতাশার শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকায় পা রাখেন তামিম, মুশফিকরা।
এয়ারপোর্ট থেকে বের হয়ে গণমাধ্যমকে এড়িয়ে সোজা গাড়িতে ওঠেন তারা। এর আগে বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ায় প্রায় তিন ঘন্টা দেরিতে শ্রীলঙ্কা থেকে ফ্লাইট ছাড়ে তামিমদের।

বাংলাদেশ সময় সকাল ৮টা ১৫ মিনিটে দেশের বিমান ধরার কথা ছিল তাদের। কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পর বিমানের উইংয়ে সমস্যা আছে বলে জানান শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ইউএল ১৮৯ ফ্লাইটের পাইলট। পরবর্তীতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় বাংলাদেশ দলকে।
সিরিজ জয়ের মিশন নিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু তামিম ইকবালের অধীনে একেবারেই নিজেদের মেলে ধরতে পারেনি তারা সিরিজটিতে।
স্বাগতিকদের কাছে প্রথম ওয়ানডেতে ৯১ রানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতেও ৭ উইকেটের বড় ব্যবধানে হারে তারা। এরপর বুধবার (৩১ জুলাই) সিরিজের শেষ ম্যাচে ১২২ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয় বাংলাদেশকে।