বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ভালো দল হয়ে যায়নিঃ সৌম্য

ছবি: রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরও আইসিসি র্যাঙ্কিংয়ের সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। দিমুথ করুনারত্নের দলকে তাই নিজেদের চেয়ে পিছিয়েই রাখছেন বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার।

টানা তিন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯১ রানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের হার। এরপর শেষ ম্যাচেও ১২২ রানের বিশাল পরাজয় দিয়ে ষোলকলা পূর্ণ করেছে তামিম ইকবালের দল।
সিরিজ হারলেও শক্তিমত্তার ব্যাপারে নিজদের প্রতি পূর্ণ আস্থা রয়েছে সৌম্যর। আর তাই তিনি বলেন, 'একটা সময় মনে হয় আমরা তাদের চেয়ে এগিয়ে ছিলাম। এই সিরিজটি আমরা হেরে গিয়েছি, তার মানে এটা নয় যে তারা আমাদের থেকে ভালো হয়ে গোছে।'
নিজেদের প্রতি পূর্ণ আত্মবিশ্বাস রেখে সৌম্য আরো বলেন, 'আমার মনে হয় এরপর যদি আমরা আবার তাদের সঙ্গে খেলি তাহলে অবশ্যই শক্তভাবে ফিরে আসতে পারবো এবং আমরা আসলেই তাদের চেয়ে ভালো খেলতে পারবো।'
তিন ম্যাচেই হতাশাজনক পারফর্মেন্স উপহার দিয়েছেন দলের বোলার এবং ব্যাটসম্যানরা। তবে সৌম্যর বিশ্বাস এর চেয়ে আরো ভালো খেলার সামর্থ্য আছে তার সতীর্থদের। আর সেই বিশ্বাস থেকেই তার ভাষ্য, 'আমার কাছে মনে হয়েছে আমরা আরো ভালো করতে পারতাম। যদি আমরা সিরিজটি জিততাম তাহলে হয়তো এই প্রশ্নগুলো উঠতো না বা এই পরিস্থিতি আসতো না।'