promotional_ad

আইসিসির হল অফ ফেমে শচিন-ডোনাল্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অফ ফেমে জায়গা পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচিন টেন্ডুলকার। তিনি ছাড়াও আইসিসি হল অফ ফেমে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বোলার অ্যালান ডোনাল্ড এবং অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার ক্যাথেরিন ফিৎজপ্যাট্রিক।


বৃহস্পতিবার রাতে এমনটা ঘোষণা করেছে আইসিসি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন ভারতীয় ক্রিকেটের এই ব্যাটিং ঈশ্বর। 



promotional_ad

এর আগে ২০০৯ সালে বিষেণ সিং বেদী, সুনীল গাভাস্কার এবং কপিল দেব এই সম্মাননা পেয়েছেন। ২০১৫ সালে এমন সম্মাননার ভাগিদার হন অনিল কুম্বলে। সর্বশেষ ২০১৮ সালে রাহুল দ্রাবিড়কে এমন সম্মাননা দিয়েছিল আইসিসি।


হল অফ ফেমে স্থান পাওয়ার পর যারপরনাই উচ্ছ্বসিত ২০১১ সালে ভারতের হয়ে বিশ্বকাপ জেতা শচিন, 'এটা আমার কাছে অনেক বড় সম্মান’, বলেছেন তিনি। 


টেস্ট ও ওয়ানডে ফরম্যাটেই সবচেয়ে বেশি রানের মালিক শচিন। দুই ধরণের ক্রিকেট তাঁর মোট রান ৩৪,৩৫৭। পৃথিবীর একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরি হাঁকানোর বিরল রেকর্ডটিও শচিনের দখলে।



দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা বোলার ডোনাল্ড। ৭২টি টেস্ট খেলে তাঁর শিকার ৩৩০টি উইকেট। এ ছাড়া ১৬৪টি ওয়ানডে খেলে তিনি নিয়েছেন ২৭২টি উইকেট।


অস্ট্রেলিয়ার দু’বারের বিশ্বকাপজয়ী ক্যাথেরিন ফিৎজপ্যাট্রিকের শিকার ১৮০টি ওয়ানডে উইকেট ও ৬০টি টেস্ট উইকেটের মালিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball