বাংলাদেশ সিরিজের পর শ্রীলঙ্কার কো???িং স্টাফদের ভাগ্য নির্ধারণ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের পরেই কোচিং প্যানেল ঢেলে সাজানোর পরিকল্পনা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ৯ ম্যাচে মাত্র ৩টিতে জয় পেয়েছিল শ্রীলঙ্কা।
দিমুথ করুনারত্নেদের এই বিবর্ণ পারফর্মেন্সের পর এবার নড়েচড়ে বসেছে দেশটির ক্রীড়া মন্ত্রনালয়। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো এক চিঠির মাধ্যমে এসএলসিকে আহ্বান জানিয়েছেন কোচিং প্যানেলে রদবদল আনার জন্য। এই বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন বোর্ডের সভাপতি শাম্মি সিলভা।

বর্তমানে দেশের বাইরে থাকা সিলভা এক বার্তায় বলেছেন, 'আমরা একই ধরণের চিন্তা করছি, তবে আমরা (বোর্ড) দেখবো যে কি করতে পারি। আমাদের প্রথমে মন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। কোচিং স্টাফ নিয়ে দলের কিছু করার নেই। এটি একটি সমস্যা হবে তখনই যদি না খেলোয়াড়ের কোচের সঙ্গে বেশি সম্পৃক্ত থাকে। আমি মনে করি এটি সফরে তেমন প্রভাব ফেলবে না।'
মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আগে কোচিং স্টাফদের পারফরম্যান্স মূল্যায়ন করবে এসএলসি বলে জানিয়েছেন সিলভা। বোর্ড সভাপতি বলেন, 'কিছু সদস্য আছে যারা ভালোই করছে। আমরা এরই মধ্যে একট মূল্যায়ন করেছি, তবে আমাদের আরেকটি করতে হবে (বিশ্বকাপের পর) এবং এরপরেই আমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। এরপর দেখা যাক কি হয়।'
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামী ২৬ জুলাই মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ এবং স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ। এরপর ২৮ এবং ৩১ জুলাই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে।