ইমরুলদের ফেরার ম্যাচের শুরুতেই বৃষ্টির হানা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে প্রথম দিন ১ উইকেটে ১৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ 'এ' দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে বৃষ্টির কারণে মাত্র ৭.৪ ওভার খেলা হয়েছে।
ম্যাচটিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান 'এ' দলের অধিনায়ক নাসির জামাল। এরপর খেলতে নেমে মাত্র ৫ রানের মাথায় ওপেনার এবং অধিনায়ক ইমরুল কায়েসের উইকেটটি হারিয়ে বসে বাংলাদেশ 'এ' দল।

ইয়ামিন আহমদজাইয়ের বলে উইকেট রক্ষক আফসার জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ইমরুল। এরপর মোহাম্মদ নাঈম এবং রকিবুল হাসানের ব্যাটে আর কোনও উইকেট না হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ 'এ'। আগামীকাল শনিবার নাঈম ৬ ও রকিবুল ১০ রান নিয়ে খেলা শুরু করবেন।
দুটি চারদিনের ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ 'এ' দল। প্রথম ম্যাচে আফগান 'এ' দলের বিপক্ষে সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল ইমরুল কায়েসরা। বাংলাদেশ 'এ' দলের দেয়া ১৭২ রানের লক্ষ্যে শেষ দিনের এক সেশন হাতে রেখেই জিতে যায় সফরকারী দল।
বাংলাদেশ 'এ' দলের স্কোয়াডঃ
ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, জাকির হাসান, আফিফ হোসেন, রকিবুল হাসান, তানবীর হায়দার, জাকির আলী অনিক, সালাউদ্দিন শাকিল, কামরুল ইসলাম রাব্বী, ইফরান হোসেন, সানজামুল ইসলাম, সুমন খান, তানভীর ইসলাম।