কোচ হতে চান ইমরান তাহির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অবসরের পর কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা লেগ স্পিনার ইমরান তাহির। নিজেকে বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করতে তাহির কোচদের কাছ থেকে যে সাহায্য পাননি, কোচ হয়ে অন্যদের সেই সাহায্য করতে চান তিনি।
বিশ্বমানের লেগ স্পিনার হতে তাহিরকে আর সবার চেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে।তরুণ ক্রিকেটারদের যেন তাঁর মতো করে কষ্ট করতে না হয়, এ জন্য কিছু করতে চান তিনি। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলতে নামছেন প্রোটিয়া স্পিনার। এই ম্যাচের আগে নিজের পরবর্তী লক্ষ্য নিয়ে কথা বলেছেন ৪০ বছর বয়সী এই তাহির।

তাহির বলেছেন, 'আমি কোচ হতে আগ্রহী। আমি কখনও কোচের সাহায্য পাইনি এবং আমাকে অন্যদের থেকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি মানুষকে সাহায্য করতে চাই কারণ আমি কখনও সেই সাহায্যটি পাইনি। আমার বিশ্বাস আছে যে আমি আমার স্কিল এবং অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবো।'
দক্ষিণ আফ্রিকার হয়ে সবুজ জার্সিতে মাঠে নামা বেশ মিস করবেন তাহির। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে যাওয়া তাহির দলকে শুভকামনাও জানিয়েছেন। বলেছেন, 'আমি এখনও অনুভব করছি যে আমি চলে যাচ্ছি। অন্য খেলোয়াড়দের সবুজ এবং সোনালি জার্সিতে দেখা আসলে সহজ ব্যাপার নয়, তবে আমি সন্তুষ্ট। আশা করি দল অনেক দূর এগিয়ে যাবে এবং দক্ষিণ আফ্রিকাকে গর্বিত করবে।'
দক্ষিণ আফ্রিকার হয়ে ১০৬ ওয়ানডে খেলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইমরান তাহির। যেখানে তিনি শিকার করেছেন ১৭২ উইকেট। ২০ টেস্টে তাঁর উইকেট ৫৭টি। আর ৩৮ টি-টোয়েন্টিতে তাঁর উইকেট ৬৩টি।