ইতিহাস গড়ার পথে মিচেল স্টার্ক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে বল হাতে দারুণ ছন্দে আছেন মিচেল স্টার্ক। সর্বশেষ ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান এই পেসার। বল হাতে এমন সাফল্যে টানা দ্বিতীয় বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পথে অনেকটা এগিয়ে গিয়েছেন তিনি।
২০১৫ বিশ্বকাপে ২২ উইকেট নিয়ে নিউজিলান্ডের ট্রেন্ট বোল্টের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন স্টার্ক। এবারও সেই পথেই আছেন বাঁহাতি এই পেসার। ৭ ম্যাচে ১৯ উইকেট নেয়া স্টার্ক এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি।

বিশ্বকাপের ইতিহাসে টানা দুবার টুর্নামেন্ট সেরা বোলার হওয়ার নজীর নেই কোনো বোলারের। স্টার্ক সেই কীর্তি গড়ার পথে আছেন। এ জন্য অবশ্য এবারের আসরেও তাকে সবচেয়ে বেশি উইকেট শিকার করতে হবে।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্মেন্স উপহার দেয়ার রহস্য খোলাসা করেছেন স্টার্ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, খেলার আগের দিন টিম হোটেলে এক ইংলিশ সমর্থক টিটকারি দিয়েছিলেন তাঁকে। যা তাকে তাঁতিয়ে দিয়েছিল।
স্টার্ক বলেছেন, 'আমি তখনও আধো ঘুমে ছিলাম। স্যুট পড়া এক লোক আমার হাতে টেপ জড়ানো নিয়ে কথা বলছিলো এবং আমার বোলিং নিয়ে খোঁচা দিচ্ছিলো। আমি তখন ক্ষুধার্ত ছিলাম। সে আমার টেপ প্যাঁচানো নিয়ে হাসাহাসি করছিলো। আমি কী খাচ্ছি তা নিয়ে খোঁচাচ্ছিলো। আমি সম্ভবত পোচ করা ডিম খাচ্ছিলাম। টুর্নামেন্টজুড়েই তো এই ব্যাপারটি নিয়ে খুব মজা হচ্ছে। এই দশকের খোঁচাখুঁচি এখন বিশ্বকাপের অংশ হয়ে গেছে।'
আরেকটি মাইলফলক ছোঁয়ার সুযোগ আছে স্টার্কের সামনে। এ জন্য তাকে আর আটটি উইকেট নিতে হবে। সেটা করতে পারলেই এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলার হবেন তিনি। এ রেকর্ডটি এখন তাঁর স্বদেশী গ্লেন ম্যাকগ্রার দখলে। ২০০৭ বিশ্বকাপে ২৬ উইকেট নিয়ে রেকর্ডটি নিজের করে নেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই বোলার।