ধোনির পক্ষে ভারতীয় বোর্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির কিপিং গ্লাভসে ছুরির চিহ্ন নিয়ে আপত্তি জানিয়েছিল আইসিসি। ধোনিকে এমন চিহ্ন সরানোর জন্য ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছিল তাঁরা। ফিরতি চিঠিতে ধোনিকে সমর্থন করে একই গ্লাভস ব্যবহারের অনুমতি চেয়েছে বিসিসিআই।
ভারতীয় বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিসট্রেশন (কোয়া) প্রধান বিনোদ রায় সংবাদ মাধ্যম পিটিআইকে এমনটা জানিয়েছেন। তাঁর ভাষ্যমতে,

'বিসিসিআই ইতিমধ্যেই আইসিসির কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেটাররা বিজ্ঞাপন, ধর্মীয় বা সেনাবাহিনীর কোনো চিহ্ন পোশাকে ব্যবহার করতে পারবে না। কিন্তু ধোনির গ্লাভসে এমন কিছুই ছিল না।'
উল্লেখ্য, সাউদাম্পটনে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে দেখা যায় ধোনির গ্লাভসের উপরে ছুরির একটি চিহ্ন, যা ভারতের আর্মির চিহ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাবেক ভারতীয় অধিনায়ক যখন অ্যান্ডিল ফেহলুকায়োকে স্ট্যাম্পিং করেন, তখন টিভি ক্যামেরায় ধরা পরে তা।
গ্লাভসে এই ধরণের চিহ্ন লাগানোর নিয়ম নেই উল্লেখ করে এক বিবৃতিতে আইসিসির জেনারেল ম্যানেজার ক্ল্যারি ফুরলং জানান,
'আইসিসির নীতি অনুযায়ী রাজনৈতিক, ধর্মীয়, বর্ণবৈষম্য বা এই জাতীয় কোনো কিছুর চিহ্ন সম্বলিত পোশাক পরিধান করে আন্তর্জাতিক ম্যাচে খেলা যাবে না।'
উল্লেখ্য, ২০১১ সালে বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে লেফটেন্যান্ট কর্নেল উপাধি দেয় ভারতের আর্মি। এরপর ভারতের আর্মির হয়ে আগরাতে প্রশিক্ষণ নিয়েছিলেন ধোনি।