যাদবকে এখনই বাদ দিচ্ছে না ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কাঁধের ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল ভারতের অলরাউন্ডার কেদার যাদবের। কিন্তু বিশ্বকাপের স্কোয়াড থেকে এখনো বাদ যাচ্ছেন না তিনি।
গুঞ্জন উঠেছিল যাদবকে স্কোয়াড থেকে বাদ দিয়ে আম্বাতি রাইডু অথবা রিশভ পান্তকে দলে ভেড়াবে ভারত। কিন্তু এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রাসাদ।

২৩ মে পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে দলগুলোর। সেই পর্যন্ত অপেক্ষা করতে চান প্রাসাদ। ক্রিকইনফোকে তিনি বলেন, যাদবের ইনজুরি যতটা গুরুতর ভেবেছিলেন ততটা গুরুতর নয়।
জানা গেছে, ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির পরিকল্পনায় বড় রকমের স্থান দখল করে আছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। একারণেই তাঁকে এতো সহজে বাদ দিচ্ছে না দল।
উল্লেখ্য, গত রবিবার আইপিএলের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ডিপ অঞ্চলে ফিল্ডিংয়ের সময় বাম কাঁধে ইনজুরি আক্রান্ত হন যাদব। এরপর মাঠ ছেড়ে গেলে তিনি আর ফেরত আসেননি।
মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের মাধ্যমে জানা যায়, ইনজুরির কারণে আইপিএল শেষ তাঁর। এমনকি বিশ্বকাপে যাদব খেলতে পারবে কিনা সেটা নিয়েও সংশয় প্রকাশ করেন ফ্লেমিং।
তবে শেষ পর্যন্ত যদি যাদবকে ছাড়াই বিশ্বকাপে খেলতে হয় ভারতকে তবে আম্বাতি রাইডু বা রিশভ পান্তই সবচেয়ে এগিয়ে থাকবেন। পাঁচ জনের স্ট্যান্ড বাই তালিকায় এই দুজন ছাড়াও আছেন ইশান্ত শর্মা, নবদ্বীপ সাইনি ও অক্ষর প্যাটেল।