promotional_ad

যাদবকে এখনই বাদ দিচ্ছে না ভারত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কাঁধের ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল ভারতের অলরাউন্ডার কেদার যাদবের। কিন্তু বিশ্বকাপের স্কোয়াড থেকে এখনো বাদ যাচ্ছেন না তিনি।


গুঞ্জন উঠেছিল যাদবকে স্কোয়াড থেকে বাদ দিয়ে আম্বাতি রাইডু অথবা রিশভ পান্তকে দলে ভেড়াবে ভারত। কিন্তু এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রাসাদ।



promotional_ad

২৩ মে পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে দলগুলোর। সেই পর্যন্ত অপেক্ষা করতে চান প্রাসাদ। ক্রিকইনফোকে তিনি বলেন, যাদবের ইনজুরি যতটা গুরুতর ভেবেছিলেন ততটা গুরুতর নয়।


জানা গেছে, ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির পরিকল্পনায় বড় রকমের স্থান দখল করে আছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। একারণেই তাঁকে এতো সহজে বাদ দিচ্ছে না দল।


উল্লেখ্য, গত রবিবার আইপিএলের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ডিপ অঞ্চলে ফিল্ডিংয়ের সময় বাম কাঁধে ইনজুরি আক্রান্ত হন যাদব। এরপর মাঠ ছেড়ে গেলে তিনি আর ফেরত আসেননি।



মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের মাধ্যমে জানা যায়, ইনজুরির কারণে আইপিএল শেষ তাঁর। এমনকি বিশ্বকাপে যাদব খেলতে পারবে কিনা সেটা নিয়েও সংশয় প্রকাশ করেন ফ্লেমিং।  


তবে শেষ পর্যন্ত যদি যাদবকে ছাড়াই বিশ্বকাপে খেলতে হয় ভারতকে তবে আম্বাতি রাইডু বা রিশভ পান্তই সবচেয়ে এগিয়ে থাকবেন। পাঁচ জনের স্ট্যান্ড বাই তালিকায় এই দুজন ছাড়াও আছেন ইশান্ত শর্মা, নবদ্বীপ সাইনি ও অক্ষর প্যাটেল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball