২০২৩ বিশ্বকাপ ভারতেই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২৩ সালের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে থাকছে ভারতই। শুধু তাই নয়, ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও অনুষ্ঠিত হবে সেখানে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান ডেভিড রিচার্ডসন বিষয়টি নিশ্চিত করেছেন।
যদিও গেল বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ২৩ মিলিয়ন ডলার অর্থাৎ ১৬১ কোটি টাকা পরিশোধ না করলে ভারতকে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দেশ থেকে সরিয়ে দেয়ার হুমকি দিয়েছিল আইসিসি।

২০১৬ টি টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ছিলো ভারত। সেবারের আসর থেকে উপার্জিত অর্থের কোন কর আইসিসিকে না দেয়ায় এই হুমকি দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর এক মাস পরই আইসিসি প্রধান জানালেন, তাঁরা ভারতকে বিশ্বকাপের আয়োজক থেকে সরাচ্ছেন না। তিনি বলেন,
'এটা কখনই নয় যে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে দেয়া হবে। আমি নিশ্চিত, আমরা করের বকেয়া অর্থ পেয়ে যাব সময়েই। আর আমাদের হাতে তো এখনো সময় রয়েছে।’
সেই সঙ্গে আইসিসি প্রধান আরও জানান, কর দেয়াটা সব সময়ই গুরুত্বপূর্ণ। তাঁরা কর থেকে যে অর্থ পান সেটা ক্রিকেটের কাজেই ব্যবহার করেন। তিনি আরও বলেন,
‘কর দেওয়ার ব্যাপারটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ। আইসিসির যে পরিমাণ রেভিনিউ আদায় হয়, তার পুরোটা ক্রিকেটের কাজেই ব্যবহার করা হয়।
'ওয়েস্ট ইন্ডিজের মতো আর্থিকভাবে কম সামর্থ্যবান দেশগুলো যারা সেভাবে আয় করতে পারে না, তাদের সাহায্য করা হয়।'