promotional_ad

বর্ষসেরা নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা। এর পাশাপাশি স্মৃতিকে ওয়ানডের সেরা ক্রিকেটার হিসেবেও ভূষিত করেছে আইসিসি।


ব্যাট হাতে চলতি বছরটি দুর্দান্ত গেছে স্মৃতির। ১২টি ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ৬৬৯ রান করেছেন, গড়টাও দারুণ  ৬৬.৯০। অন্য দিকে, টি-টোয়েন্টি ক্রিকেটেও ভারতীয় দলের হয়ে রীতিমতো নজরকাড়া সাফল্য পেয়েছেন স্মৃতি। 



promotional_ad

সংক্ষিপ্ত এই ফরম্যাটে ২৫টি ম্যাচ খেলে ভারতীয় ওপেনার করেছেন ৬২২ রান। স্ট্রাইক রেট যথেষ্টই আকর্ষণীয়— ১৩০.৬৭। চলতি বছর অনুষ্ঠিত মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন তিনি। 


দুর্দান্ত ব্যাটিং করে দলকে পৌঁছে দিয়েছিলেন শেষ চারে। ৫ ম্যাচে তিনি ১৭৮ রান করে টুর্নামেন্টের তৃতীয় সেরা রান সংগ্রাহক হয়েছিলেন। সর্বোচ্চ ছিল ১৪২ রান।


এদিকে, বর্ষসেরা নির্বাচিত হওয়ার পর স্মৃতি জানিয়েছেন মাঠে খেলার সময় তাঁর মাথায় থাকে দলের জন্য খেলার কথাই। এই পারফর্মেন্সের সুবাদে পুরষ্কার পাওয়ার পর পারফর্মেন্স করার ক্ষিদেটা আরও বেড়ে যায় বলে জানিয়েছেন তিনি।



'পুরস্কার পাওয়ার একটা আলাদা তাত্পর্য রয়েছে। সত্যিই এটা একটা বিশেষ ব্যাপার! যখন আপনি ব্যাট হাতে ক্রিজে থাকেন তখন রান করে দলকে জেতানোর কথাই মাথায় ঘোরে। আর মাঠের পারফর্মেন্সের সুবাদে যখন পুরস্কার পাওয়া যায়, তখন সাফল্যের ক্ষিদেটা অনেক বেড়ে যায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball