তাইজুলকে ছাড়িয়ে গেলেন শামি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেয়ার দিক দিয়ে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামকে ছাড়িয়ে গিয়েছেন ভারতের পেসার মোহাম্মাদ শামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে তাইজুলকে পেছনে ফেলেন তিনি।
চলতি বছর টেস্টে দারুন ফর্মে থাকা তাইজুল ইসলাম এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে নিয়েছেন ৪৩ উইকেট। দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়ে শামির শিকার এখন ৪৪ উইকেট।

যদিও তাইজুলের চেয়ে ৪ টেস্ট বেশি খেলেছেন শামি। ডানহাতি এই পেসারের সামনে সুযোগ রয়েছে চলতি বছরের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার। কারণ এই বছর আরও একটি টেস্ট রয়েছে টিম ইন্ডিয়ার।
এদিকে ৪৪ উইকেট নিয়ে এক বর্ষ ক্রিকেটে কোন ভারতীয় বোলার হিসেবে সবচেয়ে বেশী উইকেট শিকারি বোলারও এখন শামি। ২০০৬ সালে ভারতের সাবেক অধিনায়ক এবং লেগ স্পিনার অনিল কুম্বলের নেয়া ৪১ উইকেটের মাইলফলককে পেহনে ফেলেছেন তিনি।
কুম্বলে এবং শামি ছাড়া আর কোন ভারতীয় বোলার এখন পর্যন্ত বছরে ৪০ উইকেটের নেয়ার ক্লাবে প্রবেশ করতে পারেননি। যদিও ৩৯ উইকেট নিয়ে এই ক্লাবে প্রবেশের দারপ্রান্তে দাঁড়িয়ে আছেন জাস্প্রিত বুমরাহ।
৪৮ উইকেট নিয়ে এই চলতি বছর টেস্টে সর্বোচ্চ উইকেট নেয়ার তালিকায় সবার প্রথমে আছেন শ্রীলংকার দিলরুয়ান পেরেরা। ৪৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা আছেন দ্বিতীয়তে এবং তিন নম্বরে থাকা নাথান লায়নের শিকার ৪৫ উইকেট।