ডিউক বলে খেলুক সব টেস্ট খেলুড়ে দেশঃ কোহলি
ছবি: ভিরাট কোহলি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ব্যবহৃত এসজি বলের সমালোচনা করেছেন। এসজি বল দ্রুত গুনগতমান হারিয়ে ফেলে এবং এর ফলস্বরূপ খেলোয়াড়ের পারফরম্যান্সেও প্রভাব পড়ে। এসজি নয়, বরং ইংল্যান্ডের ডিউক বল ব্যবহারের পক্ষে ভারতীয় অধিনায়ক।
ভারত ও উপমহাদেশের অন্যান্য দেশে টেস্ট ক্রিকেটের জন্য এসজি বল ব্যবহার করা হয়। রাজকোটে উইন্ডিজ ও ভারতের ম্যাচে শেষে এসজি বল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিন। অধিনায়ক ভিরাটও তার কথায় সুর মিলিয়েছেন। তিনি বলেন,

'পাঁচ ওভারের পরেই একটা বল পুরনো হয়ে যাচ্ছে যা আমরা আগে দেখেনি। বলের গুণগতমান আগে অনেক বেশি ছিল এখন কেন তা কমে যাচ্ছে বুঝতে পারছি না। ডিউক বল এখনও ভাল মানের, কুকাবুরাও এখনও ভাল মানের, কুকাবুরার সীমাবদ্ধতা থাকলেও গুণগত মান কখনই হ্রাস পায়না।'
তবে তাঁর মতে টেস্ট ক্রিকেটের জন্য মানানসই বল হচ্ছে ডিউক বল। ইংল্যান্ডের তৈরি এই বলে ব্যাটে বলের সমতা পরিলক্ষিত হয়। মানুষ মাঠে ব্যাটসম্যান এবং বোলারদের মাঝে একটি উত্তেজনাকর ক্রিকেট আশা করে,
'আমার মনে হয় ডিউক বল টেস্ট ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত। যদি এমন কোনও সুযোগ থাকে তাহলে আমি বলব যে বিশ্বজুড়ে এটি ব্যবহার করা হোক। কারণ এই বলের মান এবং খেলার যে কোন পরিস্থিতিতে এর গ্রিপ সুদৃঢ় থাকে।'
কিছুদিন আগে অস্ট্রেলিয়ান কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নও অনেকটা আক্ষেপ নিয়ে জানিয়েছিলেন, তিনি বারংবার ডিউক বল ব্যবহারের পরামর্শ দিলেও তাতে কোন কাজ হয়নি। সেসময় আইসিসিকে উদ্দেশ্য করে সব ক্রিকেট খেলুড়ে দল গুলোকে ডিউক বল ব্যবহার বাধ্যতামূলক করে দেয়ার অাহ্বান জানান তিনি।
উল্লেখ্য বর্তমানে টেস্ট খেলুড়ে দেশ গুলোর মধ্যে একমাত্র ইংল্যান্ডই ডিউক বল ব্যবহার করে থাকে। সম্প্রতি উইন্ডিজ দলও এর ব্যবহার করছে। তাছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডেও নিয়মিত কুকাবুরা বল ব্যবহৃত হচ্ছে।