promotional_ad

পরীক্ষা নিরীক্ষার উপলক্ষ জিম্বাবুয়ে সিরিজ?

জিম্বাবুয়ে দল, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিক???্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলতি মাসের ২১ তারিখ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে টাইগারদের ওয়ানডে সিরিজ। আর এই সিরিজে গুরুতর ইনজুরিতে পড়া দলের দুই কান্ডারি খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালের না থাকাটা নিশ্চিত।


সেই জায়গায় পরীক্ষা মূলক নতুন কাউকেই সুযোগ দেয়ার ইঙ্গিত দিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সামনের জিম্বাবুয়ে সিরিজে দল কেমন হবে, সাকিব তামিমের জায়গায় কারা খেলবেন? সাংবাদিকদের সামনে সেই কৌতূহলের সামান্য জবাবই দিলেন পাপন।



promotional_ad

সামনের বছরেই বিশ্বকাপ, সময়ের হিসেবে আর মাত্র আট মাসস পরে ইংল্যান্ডে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় এই অাসর। এমন মেগা আসরে স্বাভাবিক ভাবেই পরীক্ষা নিরীক্ষার তেমন কোন সুযোগ নেই। তাই আসন্ন সিরিজে সেই পরীক্ষাটা সেরে ফেলতে চায় ক্রিকেট বোর্ড। আজ সাংবাদিকদের সামনে বিসিবি প্রধান এই প্রসঙ্গে বলেছেন,


'তামিম-সাকিবের জায়গায় নতুন কাউকে তো খেলাতেই হবে। এক্সপেরিমেন্ট যা করার দরকার এই সময়েই করা হোক। বিশ্বকাপের পর আমাদের এশিয়া কাপ, এই দুই জায়গায় পরীক্ষা নিরীক্ষার সুযোগ নাই। স্বাভাবিকভাবেই এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা হবে।'


জিম্বাবুয়ে সিরিজে দল নিয়ে কথা বলার পাশাপাশি সদ্য শেষ হওয়া এশিয়া কাপ নিয়েও কথা বলেন পাপন। জানান হুট করেই সৌম্য এবং ইমরুল কায়েসকে তার সিদ্ধান্তেই দলে নেয়া হয়। দলের তরুণ ব্যাটসম্যানদের জ্বলে উঠতে না পারা বিশেষ করে প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় হতাশ হয়ে পড়েছিলেন তিনি।



তাই অনেকটা তাঁর একক সিদ্ধাতেই দেশ থেকে সৌম্য ও ইমরুলকে দুবাইয়ে পাঠানো হয়। তবে অফফর্মের কারণে দল থেকে বাদ পড়া এই দুই ব্যাটসম্যান নিজেদের প্রমাণ করার আগেই তাঁদের দলে ভেড়ানোর সিদ্ধান্ত যে মোটেও সহজ ছিলনা সেটা তার কথাতেই স্পষ্ট। পাপন বলেন, 'ইমরুল আর সৌম্যকে যখন নিলাম, সবাই তো আমাকে মেরেই ফেলে। আমাদের তো কিছু করতে হবে। বসে বসে তো দেখতে পারি না।'


অবশ্য একেবারেই হতাশ করেননি এই দুই ব্যাটসম্যান। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ব্যাট হাতে ৭২ রানের হার না মানা ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইমরুল। আসরের ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে শেষের দিকে চাপের সময় ব্যাট করতে নেমে ৩৩ রানের একটা ছোট ইনিংস খেলেছিল সৌম্য। যা দলের স্কোর ২০০ ছাড়াতে সাহায্য করেছিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball