ব্র্যাডম্যানের পরই কোহলি

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে চলমান প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের ২৪তম শতক হাঁকিয়েছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। আর এই সেঞ্চুরির মধ্যে দিয়ে স্যার ডন ব্র্যাডম্যানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম ২৪তম টেস্ট সেঞ্চুরির নজির গড়েন ভারতের এই অধিনায়ক।
২৪তম সেঞ্চুরি হাঁকাতে কোহলির লেগেছে মোট ১২৩টি ইনিংস। যেখানে তার থেকে অনেক এগিয়ে স্যার ডন ব্র্যাডম্যান। সাবেক এই কিংবদন্তী মাত্র ৬৬ ইনিংস খেলে ২৪তম টেস্ট সেঞ্চুরি করেছিলেন।

তবে এদিন সেঞ্চুরি হাঁকানোর মধ্যে দিয়ে লিটেল মাষ্টার শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন কোহলি। টেন্ডুলকারকে ২৪তম টেস্ট শতকের জন্য খেলতে হয়েছিল ১২৫ ইনিংস।
ভারতের আরেক গ্রেট সুনীল গাভাস্কারকে সে জন্য খেলতে হয়েছিল ১২৮ ইনিংস। অন্যদিকে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ২৪তম টেস্ট সেঞ্চুরির জন্য খেলেছিলেন ১৩২টি ইনিংস।
ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি হাঁকানোর দিন ডানহাতি এই ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন ১৩৯ রান করে। ২৩০ বলে ১০ বাউন্ডারির সাহায্যে ইনিংসটি সাজান বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
সাজঘরে ফেরার আগে টেস্টে টানা তিন বছর এক হাজার কিংবা তারও বেশি রান করার রেকর্ড গড়েন তিনি। প্রথম অধিনায়ক এমনকি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবেও এই রেকর্ড এখন কোহলির।