টেস্ট অভিষেকের দ্বারপ্রান্তে পৃথ্বী শ

ছবি: পৃথ্বী শ

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারত। যেখানে ভারতীয় দলে ওপেনার হিসেবে দেখা যেতে পারে নতুন মুখ পৃথ্বী শকে।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট এরই মধ্যে ম্যাচটির জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে। যেখানে ১৮ বছর বয়সী পৃথ্বীকে রেখেছে তারা। তবে ১২ সদস্যের ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন মায়াঙ্ক আগারওয়াল, হানুমা বিহারী এবং মোহাম্মদ সিরাজ। আর দলে ১২তম সদস্য হিসেবে রাখা হয়েছে পেসার শার্দূল ঠাকুরকে।
শিখর ধাওয়ান দলের বাইরে থাকায় আগারওয়াল বা পৃথ্বী এই দুই জনের মধ্যেই মূলত সুযোগ ছিল লোকেশ রাহুলের সাথে ওপেন করার। তবে যেহেতু আগারওয়ালকে রাখা হয়নি তাই বলাই যায় অভিষেকের খুব কাছেই আছেন পৃথ্বী শ।

ঘরোয়া ক্রিকেট এবং ভারতীয় 'এ' দলের হয়ে দারুণ খেলার কল্যাণেই দলে জায়গা করে নিয়েছেন তিনি। তরুণ এই ব্যাটসম্যান এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র ১৪ টি ম্যাচ খেলেছেন। যেখানে ৫৬.৭২ গড়ে করেছেন ১৪১৮ রান। রয়েছে সাতটি শতক এবং পাঁচটি অর্ধশতক।
লিস্ট 'এ' ক্রিকেটেও নিজের জাত চিনিয়ে চলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২২ টি ম্যাচ খেলে ৪২.৬৩ গড়ে করেছেন ৯৩৮ রান। যার মধ্যে হাঁকিয়েছেন তিনটি শতক এবং পাঁচটি অর্ধশতক। যেখানে তাঁর স্ট্রাইকরেট ১১৫.৩৭! সুতরাং একজন আক্রমণাত্মক ওপেনার হিসেবে যথেষ্ট নামডাক রয়েছে তাঁর।
উল্লেখ্য এর আগে ইংল্যান্ড সফরের চতুর্থ এবং শেষ টেস্ট সামনে রেখে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল পৃথ্বীকে। কিন্তু সেবার মাঠে নামার সুযোগ মেলেনি তাঁর। তবে এবার উইন্ডিজদের বিপক্ষে সেই আক্ষেপই ঘুচতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলা এই ক্রিকেটারের।
ভারতের ১২ সদস্যের দল-
ভিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, উমেশ যাদব এবং শার্দূল ঠাকুর।