promotional_ad

তামিমের হার্টে ব্লক, রিং পরিয়েছেন ডাক্তাররা

ফাইল ছবি
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সাভারের কেপিজে হাসপাতালে (সাবেক শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল) ভর্তি আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।

promotional_ad

ঘটনাটি ঘটে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করেছেন তামিম। যেখানে টস হারায় ফিল্ডিং করতে হচ্ছে মোহামেডানকে। ফিল্ডিং করার এক পর্যায়ে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাৎক্ষণিকভাবে ফিল্ডিং করা বাদ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। 


আরো পড়ুন

উন্নত চিকিৎসার জন্যে থাইল্যান্ডে নেয়া হতে পারে তামিমকে

৩৪ মিনিট আগে
উন্নত চিকিৎসার জন্যে থাইল্যান্ডে যেতে পারেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

শুরুতে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় হেলিকপ্টার ডেকে পাঠানো হয়। তবে বিকেএসপির মাঠে হেলিকপ্টার আনা হলেও সেটাতে চড়তে পারেননি তামিম। সেই সময় অবস্থার আরও অবনতি হওয়ায় দ্রুততার সঙ্গে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



promotional_ad

প্রথমে ইমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ট্রপোনিন আই পরীক্ষা করানো হয়েছে। হার্টের ক্ষতির ঝুঁকি এবং মাত্রা শনাক্ত করতেই এই পরীক্ষা করানো হয়। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, সেটার ফলাফল পজিটিভ এসেছে। অর্থাৎ হার্ট অ্যাটাক করেছেন তামিম। প্রাথমিক পরীক্ষা শেষে ঢাকায় ফিরতে চেয়েছিলেন তামিম। এমন অবস্থায় আবারও বিকেএসপিতে ফিরতে চাচ্ছিলেন তিনি।


আরো পড়ুন

সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে তামিমকে

১৮ ঘন্টা আগে
তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

যদিও তখন আবারও বুকে ব্যথা শুরু হওয়ায় আবারও হাসপাতালে ফিরে যেতে হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে। যতটুকু জানা গেছে, অবস্থা গুরুতর হওয়ায় মাঝে কিছুক্ষণ লাইফ সাপোর্টে ছিলেন তামিম। 



জানা গেছে, এরপর এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে তামিমের হার্টে দুটি ব্লক (একটি শতভাগ) খুঁজে পায় ডাক্তাররা। তৎক্ষণাৎ তাকে একটি রিং পরানো হয়েছে। এরপর কার্ডিয়াক কেয়ার ইউনিটে তামিমকে পর্যবেক্ষণে রাখে চিকিৎসকরা। অবস্থার খানিকটা উন্নতি হলে ঢাকায় নিয়ে আসা হতে পারে বাঁহাতি এই ওপেনারকে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball