promotional_ad

তামিমের অপেক্ষায় থাকা বিসিবির কাছে সাকিবের ‘খবর নেই’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০১৯ বিশ্বকাপে তামিম ইকবাল (বামে), ও সাকিব আল হাসান (ডানে), ফাইল ছবি
‘এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তা নেই।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরুর একদিন আগে এমনটাই জানিয়েছিলেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক আপাতত বিপিএল নিয়েই ব্যস্ত থাকতে চান।  তবে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে থাকা তামিম টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি।

promotional_ad

গণমাধ্যমের সামনে এলেই তাই তামিমের কাছে প্রায়শই জানতে চাওয়া হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা। এমন প্রশ্নের জবাবে এখন পর্যন্ত কখনই সরাসরি উত্তর দেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। তামিমকে নিয়ে এমন প্রশ্নের উত্তর নেই বিসিবি পরিচালক ফারুক আহমেদ কিংবা নির্বাচক প্যানেলের কাছেও। কদিন আগে অবশ্য জাতীয় দলে না ফেরার ইঙ্গিত দিয়েছেন তামিম। 


বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে এসেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কের এক ভিডিওতে আফ্রিদির প্রশ্নের জবাবে তামিম জানান, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। তবে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল পাঠানোর আগে সিলেটে তামিমের সঙ্গে দেখা করেছেন গাজী আশরাফ হোসেন লিপু। দুই দফায় আলোচনা শেষে সরাসরি কোন প্রশ্নের উত্তর দিতে পারেননি প্রধান নির্বাচক। 


তামিমের সঙ্গে আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গাজী আশরাফ বলেন, ‘বেশ কিছু ব্যাপারে আমরা খোলামেলা কথা বলেছি। ক্রিকেট নিয়ে কথা হয়েছে অবশ্যই। বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেট, জাতীয় দল, বিপিএল, সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা হয়েছে। তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আপনাদের একটা আগ্রহ থাকবে, এটা খুবই স্বাভাবিক।’


promotional_ad

‘এ ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে। আলোচনা হয়েছে। কিন্তু কোনো আলোচনাতেই সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত।’


তামিমের কাছ থেকে পুরোপুরি উত্তর পাননি বলে জানান গাজী আশরাফ। তবে প্রধান নির্বাচকের আশা আগামী দুই-একদিনের মাঝে সবটা পরিস্কার হয়ে যাবে। তিনি বলেন, ‘নির্বাচকেরা বোর্ডের পক্ষ থেকে জানতে চেয়েছি প্রক্রিয়ার জন্য তিনি অ্যাভেইলেবল আছেন কি না। উত্তর পুরোপুরি পাইনি। আশা করি এক-দুই দিনের মধ্যে সবটা পরিষ্কার হব।’


আগামী দু-একদিনের মাঝে তামিমকে নিয়ে উত্তর পাওয়ার আশা করা হলেও সাকিবকে নিয়ে ইতিবাচক কিছু জানাতে পারেননি গাজী আশরাফ। কদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করবেন চ্যাম্পিয়নস ট্রফির আগে এবং এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথাও বলবেন। তবে সাকিবকে নিয়ে কোন দিক নির্দেশনা পাননি গাজী আশরাফ। তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি।’


এদিকে গত বছর সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় অবৈধ বোলিং অ্যাকশনের গ্যাঁড়াকলে পড়েন সাকিব আল হাসান। বার্মিংহামে পরীক্ষা দিয়ে উতরে যেতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে সব ধরনের ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে বাঁহাতি স্পিনারের বোলিং। কদিন আগে চেন্নাইতে পরীক্ষা দিলেও সেটার ফলাফল হাতে পাওয়া যায়নি। তবে বার্মিংহামে সাকিব পাশ করতে না পারা অবাক করেছে প্রধান নির্বাচককে।


এ নিয়ে গাজী আশরাফ বলেন, ‘পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, এটা একটু শকিং। আংশিক একটা পেয়েছি। শোনা যাচ্ছে, তিনি আবার অংশগ্রহণ করেছেন (অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন)। সেটার জন্যও অপেক্ষা করতে হবে। আশা করি এক–দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball