চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেবেন নবি
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
বছর পাঁচেক আগেই টেস্ট ক্রিকেট ছেড়েছেন মোহাম্মদ নবি। দেশের হয়ে সাদা পোশাকের জার্সিটা তুলে রাখলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে আফগানিস্তানের নিয়মিত সদস্য তারকা এই অলরাউন্ডার। বয়স ও টি-টোয়েন্টি ক্রিকেটের বিবেচনায় এবার ওয়ানডে থেকেও অবসর নিতে যাচ্ছেন তিনি। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর ৫০ ওভারের ক্রিকেট ছাড়বেন নবি।
আগামী বছরের জানুয়ারিতে ৪০ বছরে পা দেবেন নবি। এমন বয়সে এসেও পারফরম্যান্সের ধার কমেনি আফগান তারকার। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও দলের সেরা ব্যাটার ছিলেন তিনি। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের তোপে স্বাগতিকরা যখন ৭১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে তখন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির সঙ্গে হাল ধরেন নবি। খেলেছেন ৮৪ রানের অনবদ্য ইনিংস।
বোলিংয়েও এক উইকেট নিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। তবে আফগানিস্তানের জার্সিতে নবির এমন পারফরম্যান্স খুব বেশি দেখা যাবে না। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান নিশ্চিত করেছেন নবির অবসরের কথা। নিজের সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়েও দিয়েছেন এই অলরাউন্ডার।
এ প্রসঙ্গে নাসিব বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসরে যাবে এবং বোর্ডকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছে। কয়েকমাস আগেই সে আমাকে বলেছিল চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। চ্যাম্পিয়নস ট্রফির পর আমি বুঝতে পারছি সে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছে। আপাতত এটাই তার পরিকল্পনা।’
ওয়ানডে থেকে অবসর নিয়ে নবির টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে নাসিবের কথায়ই। তাতে ধারণা করা যাচ্ছে, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে তাকে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যস্ত সময় পার করছেন নবি। আগামী জানুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন তিনি।
২০০৯ সালের এপ্রিলে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় নবির। ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৬৫ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২৭.৩০ গড়ে ২ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ৫৪৯ রান করেছেন। বোলিংয়ে ৪.২৭ ইকনোমি রেটে নবির শিকার ১৭১ উইকেট।