বাংলাদেশ ক্রিকেট

১৪ উইকেটের দিনে এগিয়ে বিসিবি সবুজ দল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:52 বৃহস্পতিবার, 25 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চট্টগ্রামের উইকেট ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত হলেও বিসিবির দুই দিনের ম্যাচে দাপট দেখিয়েছেন বোলাররা। প্রথম দিনে দুই দল মিলে হারিয়েছেন ১৪ উইকেট। মুশফিকুর রহিম হাফ সেঞ্চুরি করলেও নাঈম হাসান, রুয়েল মিয়া এবং খালেদ আহমেদের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৩১ রানে থেমেছে বিসিবি লাল দল। প্রথম দিনেই ব্যাটিংয়ে নেমে সেটিকে পেরিয়ে গেছে তাইজুল ইসলামের বিসিবি সবুজ দল। ৪ উইকেটে ১৪৬ রান তোলায় প্রথম দিন শেষে ১৫ রানে এগিয়ে আছে তারা। 

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই উইকেট হারায় বিসিবি লাল দল। রুয়েল মিয়ার বলে নাইম শেখের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এনামুল হক বিজয়। ডানহাতি এই ওপেনার সাজঘরে ফিরেছেন ১৩ বলে মাত্র ১ রানে। পরের ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার খালিদ হোসেন। দারুণ এক ডেলিভারিতে তাকে লেগ বিফোর উইকেট করেছেন খালেদ আহমেদ।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি লাল দল। সাইফ হাসান, আব্দুল্লাহ আল মামনুরা কেউই সুবিধা করতে পারেননি। মুশফিক একপ্রান্ত আগলে রাখলেও মেহেদী হাসান মিরাজ, আহরার আমিন, হাবিবুর রহমানরা কেউই সাফল্যের দেখা পানননি। শেষ দিকে মুশফিককে সঙ্গ দিয়েছেন শফিকুল ইসলাম।

সাবধানী ব্যাটিংয়ে ৮৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। যদিও পঞ্চাশ ছোঁয়ার পর ইনিংস বড় করতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি পাওয়ার পরের বলেই। খেলেছেন ৮৪ বলে ৫০ ইনিংস। শেষ দিকে ব্যাটিংয়ে নামা শফিকুল করেছেন ৩০ রান। এরপর ১৩১ রানে গুটিয়ে যায় বিসিবি লাল দল।

বল হাতে চট্টগ্রামে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন নাঈম। ১১.২ ওভারে ৩ মেইডেন দিয়ে ৪০ রানে ৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। ১০ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার খালেদ। আরেক পেসার রুয়েল ৩২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। বাকি একটি উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল।

দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান তুলেছেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলী ও নাইম। আশিকুরের বিদায়ে ভাঙে তাদের এই জুটি। পেসার শফিকুলের বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরেছেন তরুণ এই ওপেনার। তিনে নামা মাহফুজুর রহমান রাব্বি ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এদিকে দ্রুত রান তুলতে গিয়ে আউট হয়েছেন নাইম।

পেসার নাহিদ রানার বলে উইকেটের পেছনে থাকা বিজয়ের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন ৪৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে। এরপর জুটি গড়ে তোলেন মুমিনুল হক ও ইয়াসির আলী রাব্বি। তাদের দুজনের জুটি ভাঙেন মিরাজ। ২৬ রান করা ইয়াসির ফেরার পর আউট হয়েছেন ৪৭ রানের ইনিংস খেলা মুমিনুল। প্রথম দিন শেষে বিসিবি সবুজ দল তুলেছে ৪ উইকেটে ১৪৬ রান।