পাকিস্তান - ইংল্যান্ড সিরিজ

পাকিস্তান থেকে সরে যেতে পারে ইংল্যান্ড সিরিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 20:40 Thursday, September 5, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডকে আতিথেয়তা দেয়ার কথা পাকিস্তানের। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তানে আসার কথা ইংলিশদের। তবে ভেন্যু জটিলতায় সরে যেতে পারে সিরিজটি। পাকিস্তানের সংবাদমাধ্যমের মতে, সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কার মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেন শান মাসুদ, বাবর আজমরা।

সূচি অনুযায়ী, ৭ অক্টোবরে মুলতানে শুরু হওয়ার কথা তিন ম্যাচের টেস্ট সিরিজ। পরের ম্যাচটি হওয়ার কথা করাচিতে, ১৫ থেকে ১৯ অক্টোবর। যেখানে সিরিজের শেষ টেস্ট খেলার কথা রয়েছে রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর থেকে। তবে ইংলিশরা আসার মাসখানেক আগে সিরিজ সরানোর কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মূলত ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে স্বাগতিক হিসেবে নিজেদের প্রস্তুত করছে পাকিস্তান। যেখানে বর্তমানে লাহোর, করাচি কিংবা রাওয়ালপিন্ডি, সবগুলো স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে হলে সংস্কার কাজ বন্ধ রাখতে হবে মহসিন নাকভির বোর্ডকে।

এমনটা করতে গেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে গিয়ে বিপাকে পড়তে হতে পারে পিসিবিকে। যার ফলে পুরো সিরিজটিই সরিয়ে নিয়ে দেশের বাইরে করার পরিকল্পনা করছে তারা। যেখানে ভেন্যু হিসেবে পছন্দের তালিকায় আছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ থাকার সময়টাতে দুবাই, শারজাহ কিংবা আবু ধাবিতে নিয়মিত খেলেছে পাকিস্তান। ৫০ ওভারের টুর্নামেন্টের কাজে ব্যঘাত যাতে না ঘটে সেই ভাবনা থেকে আরও একবার নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে তারা।

এদিকে কদিন আগে করাচি থেকে সরিয়ে এনে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট খেলেছে পাকিস্তান। যদিও শুরুতে করাচিতে দর্শকবিহীন মাঠে ম্যাচ আয়োজনের কথা ভেবেছিল দেশটির ক্রিকেট বোর্ড। তবে শেষ মুহুর্তে করাচি থেকে সরিয়ে রাওয়ালপিন্ডিতে আনা হয় সিরিজের দ্বিতীয় টেস্ট।