জাতীয় ক্রিকেট লিগ

তাসামুলের হাফ সেঞ্চুরি, ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বরিশাল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 21:12 Saturday, November 9, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচ। এই ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি বরিশালের দুই ওপেনার ইফতেখার হোসেন ও আব্দুল মজিদ।

অবশ্য তাসামুল হকের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৩৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে তারা। তাসামুল ফিরে গেলেও ৪৩ রান করে অপরাজিত আছেন আরেক ব্যাটার মঈন খান। দিনের শেষ বেলায় তাসামুলের উইকেট না হারালে আরও ভালোভাবে দিন শেষ করতে পারত বরিশাল।

এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৬২ রান তোলেন দুই ওপেনার ইফতেখার ও মজিদ। মজিদ আউট হয়ে যান ৩৯ রান করে। এরপর চার রানের মধ্যে তারা আরও ২ উইকেট হারায়। জসিম উদ্দিন ৪ ও ফজলে মাহমুদ রাব্বি আউট হন কোনো রান না করেই।

ইফতেখার হোসেন ইফতি ও তাসামুল মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ৩৪ রান। তাতেই কিছুটা ঘুরে দাঁড়ানোর রশদ পায় বরিশাল। ইফতেখার ৩৭ রান করে আউট হন। দুই ওপেনারকেই বিদায় করেছেন বাঁহাতি স্পিনার আশরাফুল হাসান।

রাব্বিও তারই শিকার হয়েছেন। এরপর বরিশালকে টানেন তাসামুল। তিনি সোহাগ গাজীকে নিয়ে ৩৯ ও মঈনকে নিয়ে ৭৭ রান যোগ করেন। দিনের শেষ বলে তাসামুল এলবিডব্লিউ হয়েছেন ৫৩ রানের ইনিংস খেলে শামীম হোসেন পাটোয়ারির বলে। 

চট্টগ্রামের হয়ে এনামুল হক ও আশরাফুল নেন ৩টি করে উইকেট। আর একটি উইকেট পান শামীম। দ্বিতীয় দিনের শুরুতেই বরিশালের শেষ ৩ উইকেট তুলে নিতে চাইবে বরিশাল। প্রথম ইনিংসেই রানের চাপে পড়তে পারে চট্টগ্রাম বিভাগ।