জাতীয় ক্রিকেট লিগ

সিলেটে শামসুরের আক্ষেপ, এনামুলের ৩ উইকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 20:11 Saturday, November 9, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের প্রথম তিন রাউন্ডে দুটি হাফ সেঞ্চুরি পেলেও তিন অঙ্ক ছোঁয়া হচ্ছিলো না শামসুর রহমান শুভর। চতুর্থ রাউন্ডে এসে অবশ্য আরও একবার সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন। তবে সুযোগটা লুফে নিতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটার। এনামুল হকের বলে আশিকুর রহমান শিবলির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে খেললেন ৮৬ রানের ইনিংস। শামসুরের ১৪ রানের আক্ষেপের দিনে ঢাকা বিভাগের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে ঢাকা মেট্রো।

সিলেট একাডেমি গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা মেট্রো। ইনিংসের সপ্তম ওভারে মাহফিজুল ইসলাম রবিনের উইকেট হারায় তারা। পেসার এনামুলের বলে আশিকুরের হাতে ক্যাচ দিয়েছেন তরুণ এই ওপেনার। থিতু হওয়ার চেষ্টায় থাকায় মাহফিজুল ফিরেছেন ৬ রানে। তিনে নামা আইচ মোল্লাহকে সঙ্গে নিয়ে অবশ্য মেট্রোকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নাইম।

তাদের দুজনের জুটিও অবশ্য বড় হতে দেননি শুভাগত হোম চৌধুরি। খানিকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকা নাইম ক্যাচ দিয়েছেন রিপন মণ্ডলের হাতে। বাঁহাতি ওপেনারকে ফিরতে হয় ৪৭ বলে ৩১ রানের ইনিংস খেলে। এখন পর্যন্ত দুটি রাউন্ডে খেলা নাইম অবশ্য হাফ সেঞ্চুরি পেয়েছেন মাত্র একটি। দলের রান পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর মার্শাল আইয়ুবের উইকেটও হারায় মেট্রো।

তৃতীয় রাউন্ডে দেড়শো ছোঁয়া ইনিংস খেলা অভিজ্ঞ ব্যাটার এবার ফিরেছেন মাত্র ৫ রানে। এমন অবস্থায় ৬৬ রানে ৩ উইকেট হারানো মেট্রোকে টেনে তোলার চেষ্টা করেছেন আইচ ও শামসুর। তারা দুজনে মিলে যোগ করেন ৪৯ রান। লাঞ্চ থেকে ফেরার পর আইচকে নিজের শিকার বানিয়ে তাদের জমে ওঠা জুটি ভাঙেন শুভাগত। ডানহাতি অফ স্পিনারের বলে মাহিদুল ইসলামের কল্যাণে স্টাম্পিং হয়েছেন ৪২ রানে।

দারুণ ছন্দে থাকলেও ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে জ্বলে উঠতে পারেননি আমিনুল ইসলাম বিপ্লব। সালাউদ্দিন সাকিলের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৬১ বলে ১৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এদিকে ১১০ বলে হাফ সেঞ্চুরি করা শামসুর হাঁটছিলেন সেঞ্চুরির পথে। তবে তাকে সেঞ্চুরি পেতে দেননি এনামুল। তরুণ এই পেসারের বলে ফেরার আগে ২০৯ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন অভিজ্ঞ এই ব্যাটার।

শেষ বিকেলে ঢাকা মেট্রোকে আর কোন উইকেট হারাতে দেননি তাহজিবুল ইসলাম ও আবু হায়দার রনি। যদিও তারা দুজনে মিলে মাত্র ২.১ ওভার ব্যাটিং করেছেন। ২ রান করা আবু হায়দারকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামবেন মেট্রোর তাহজিবুল। ঢাকার হয়ে ৪৬ রানে তিনটি উইকেট নিয়েছেন এনামুল। দুটি উইকেট পেয়েছেন শুভাগত আর বাকি একটি উইকেট শিকার করেছেন পেসার সালাউদ্দিন।