ইংল্যান্ড - শ্রীলঙ্কা সিরিজ

রুটের ১৪৩, সেঞ্চুরির অপেক্ষায় অ্যাটকিনসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 11:28 Friday, August 30, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আসিথা ফার্নান্দোর প্যাডের উপরে করা লেংথ ডেলিভারিতে বিহাইন্ড দ্য স্কয়ার দিয়ে চার মেরে রানের খাতা খুললেন জো রুট। দিনের বাকিটা সময় দারুণ সব শটের পসরা সাজিয়ে তুলে নিলেন সেঞ্চুরিও। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ডে অ্যালিস্টার কুককে ছুঁয়ে রুট থেমেছেন ১৪৩ রানে। আটে নেমে সেঞ্চুরির অপেক্ষায় থাকা গাস অ্যাটকিনসন অপরাজিত ৭৪ রানে। লর্ডস টেস্টের প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৩৫৮ রান।

লর্ডসে টস হেরে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্বক মেজাজে খেলছিলেন বেন ডাকেট ও ড্যান লরেঞ্চ। ৬ ওভার শেষ তারা দুজনে যোগ করেন বিনা উইকেটে ৩০ রান। ইনিংসের সপ্তম ওভারে গিয়ে অবশ্য নিজেদের প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। লাহিরু কুমারার অফ স্টাম্পের অনেকটা বাইরের গুড লেংথ ডেলিভারিতে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে আলগা শটে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লরেঞ্চ। ম্যানচেস্টারে ব্যর্থ হওয়া ডানহাতি ওপেনার লর্ডসের প্রথম ইনিংসে ফিরেছেন ৯ রানে।

তিনে নেমে টিকতে পারেনি ওলি পোপ। ইংলিশ অধিনায়ককে ফিরিয়েছেন আসিথা। ডানহাতি পেসারের শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ঠিকঠাক টাইমিং করতে পারেননি পোপ। টপ এজ হয়ে ধরা পড়তে হয় স্কয়ার লেগ পর্যন্ত দৌড়ে গিয়ে ক্যাচ নেয়া ধনাঞ্জয়া ডি সিলভার হাতে। সাবলীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির পথে বেশ ভালোভাবেই ছিলেন ডাকেট। তবে বাঁহাতি ওপেনারকে পঞ্চাশ ছুঁতে দেননি প্রবাথ জয়াসুরিয়া। বাঁহাতি স্পিনারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে সীমানায় দাঁড়িয়ে থাকা লাহিরুর হাতে ক্যাচ দিয়েছেন।

৪০ রানের ইনিংস খেলা ডাকেটের বিদায়ে একশর আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ইংল্যান্ড। ডাকেট ফেরার পর হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন রুট। তারা দুজনে মিলে যোগ করেন ৪৮ রান। যেখানে বেশির ভাগ রানই এসেছেন ব্রুকের ব্যাট থেকে। ইংল্যান্ডের সহ-অধিনায়কের বিদায়ে ভাঙে তাদের জুটি। আসিথার ফুলার লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে আম্পায়ার্স কলের গ্যাঁড়াকলে পড়ে লেগ বিফোর উইকেট হয়েছেন ব্রুক।

শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকা ব্রুক ফিরেছেন ৩৩ রানে। ব্রুকের বিদায়ের পর ৮৪ বলে হাফ সেঞ্চুরি করেছেন রুট। সাবধানী ব্যাটিংয়ে উইকেটে থিতু হয়েছিলেন জেমি স্মিথ। তবে ইনিংস বড় করতে পারেন তরুণ এই উইকেটকিপার ব্যাটার। মিলান রত্নায়েকের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে এজ হয়ে ফেরার আগে করেছেন ২১ রান। দ্রুতই ফিরেছেন ক্রিস ওকস। আটে নামা অ্যাটকিনসনকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের রান বাড়াতে থাকেন রুট।

লাহিরুর বলে থার্ডম্যান দিয়ে চার মেরে ১৬২ বলে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে কুকের পাশে এখন রুট। দারুণ সেঞ্চুরিতে ইংল্যান্ডকে পথ দেখানো রুট ফিরেছেন ১৪৩ রানের অনবদ্য ইনিংস খেলে। সাবেক ইংলিশ অধিনায়কের বিদায়ে ভাঙে অ্যাটকিনসনের সঙ্গে ৯২ রানের জুটি। শেষ বিকেলে ম্যাথু পটের সঙ্গে অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি গড়েছেন অ্যাটকিনসন।

দারুণ ব্যাটিংয়ে ৬১ বলে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ৭৪ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির জন্য প্রহর গুনছেন অ্যাটকিনসন। তাকে সঙ্গ দেয়া আরেক পেসার ম্যাথু পটস অপরাজিত আছেন ২০ রানে। এদিকে শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন লাহিরু, আসিথা এবং রত্মায়েকে। একটি উইকেট পেয়েছেন স্পিনার জয়াসুরিয়া।