বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

অলরাউন্ডার হিসেবে সেরাটা দিতে চান সাইফউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 17:21 Thursday, November 19, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

দেশের ক্রিকেটের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে এই আসর। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। যেখানে এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের আগে 'বি' ক্যাটাগরির মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ভেড়ায় মিনিস্টার গ্রুপ রাজশাহী। 

বৃহস্পতিবার উন্মোচিত হয় দলটির জার্সি। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা এই অলরাউন্ডার। প্রথম ডাকেই তাকে দলে ভেড়ানোয় নিজের ওপর বাড়তি দায়িত্ব আছে বলে মনে করেন তিনি। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই নিজের সেরাটা দিতে চান সাইফউদ্দিন। 

তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে আমি দলের প্রথম ডাক হিসেবে সুযোগ পাওয়ায় আমার একটা দায়িত্ব থাকবে। ইন শা আল্লাহ চেষ্টা করবো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যাই হোক নিজের সেরাটা দেওয়ার।' 
 
দলের পাাশাপাশি ব্যক্তিগত দিক থেকেও টুর্নামেন্টটিকে গুরুত্বপূর্ণ মনে করেন সাইফউদ্দিন। নিজের দলে নাজমুল হোসেন শান্ত-  মোহাম্মদ আশরাফুলের মতো ক্রিকেটাররা থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। চাপের মুহূর্তে খেলতে পছন্দ করেন বলেও জানিয়েছেন এই অলরাউন্ডার। 

তিনি বলেন, 'আমি সবসময় চাপের মুহূর্তে বোলিং-ব্যাটিং  উপভোগ করি। কারণ চেষ্টা করি নিজেকে চিনে নেয়ার। এখানে যেহেতু শান্ত, আশরাফুল ভাই আছে। বিশেষ করে আশরাফুল ভাইয়ের কথা বলতে হয় তাদের খেলা দেখে আমরা বড় হয়েছি।'

বিদেশি ক্রিকেটাররা না থাকায় বঙ্গবন্ধু কাপে দেশি ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ দেখেন জাতীয় দলের এই অলরাউন্ডার, 'যেহেতু এটা ঘরোয়া ক্রিকেট, হয়তো আমরা বিপিএল খেলি ওখানে বিদেশি ক্রিকেটাররা খেলার ৬০-৭০ ভাগ মোড় তারাই ঘুরিয়ে দেয়। এখানে যেহেতু সবাই স্থানীয় খেলোয়াড়, সবাই ১৯-২০। টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে যে ভালো খেলবে সেই জিতবে।'