আইপিএল

শেবাগ কোচ হলে দলেই জায়গা পেতেন না অশ্বিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 17:00 Monday, April 29, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের আইপিএলে বল হাতে তেমন কিছুই করতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। এর মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছিলেন বোলারদের স্ট্রাইক রেট আইপিএলে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এমন মন্তব্যের জন্য অশ্বিনকে ধুয়ে দিলেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক ওপেনার জানিয়ে দিয়েছেন, তিনি কোচ হলে একাদশেই খেলাবেন না অভিজ্ঞ এই স্পিনারকে।

চলতি আইপিএলে ৮ ম্যাচ খেলার সুযোগ হয়েছে অশ্বিনের। পেয়েছেন কেবল দুই উইকেট। বোলিং স্ট্রাইক রেট ৯৩ হলেও ইকোনমি রেট বরাবর ৯ অশ্বিনের। মূলত রান বাঁচানোর দিকে নজর দিয়েছেন এই স্পিন বোলিং অলআউন্ডার। সামর্থ্য থাকার পরও অশ্বিনের মতো একজন বোলারের এমন পারফরম্যান্সে চটেছেন শেবাগ।

তিনি বলেন, 'চাহাল, কুলদিপের মতো তার যেসব প্রতিদ্বন্দ্বী আছে সবাই উইকেট পাচ্ছে। সে মনে করে যদি সে অফস্পিন করে তাহলে যে কেউ তাকে মারতে পারে। যে কারণে সে ক্যারম বল করে। এখানে এই বলে সে উইকেটও পাচ্ছে না। যদি সে তার অফ স্পিন বা দুসরা'র ওপর ভরসা করতো তাহলে সে আরও উইকেট পেত।'

'কিন্তু ওটা হচ্ছে তার মানসিকতা। আমি যদি কোনও ফ্র্যাঞ্চাইজির মেন্টর বা কোচ হতাম তাহলে আমি এভাবে ভাবতাম না। কেউ যদি উইকেট না নিয়ে রান বাঁচানোর চিন্তা করে সে আমার দলে জায়গা পাবে না।'

আগামী আসরে আইপিএলের মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো দলের ৮০-৯০ ভাগ ক্রিকেটারকে ছেড়ে দেবে। সেক্ষেত্রে মেগা নিলামে নাম লেখাতে পারেন অশ্বিনও। তবে এমন পারফরম্যান্স অব্যাহত রাখলে আগামী আইপিএলে দলই পাবেন না অশ্বিন, ধারণা শেবাগের।

তিনি বলেন, 'তার পরিসংখ্যান যদি ভালো না থাকে, তাহলে পরেরবারের নিলামে তাকে কেউ নাও কিনতে পারে। আপনি যখন কোনও বোলারকে নেন তখন কি সে ২৫-৩০ রান দেবে, এটা ভেবে নেন? নাকি সে আপনাকে উইকেট এনে দেবে বা ২-৩ বার ম্যাচসেরা হবে সেটা ভেবে নেন?'