বাদ পড়ার ‘ভয়ে’ বিরতি নিতে চাচ্ছেন বাবর-আফ্রিদিরা

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ পাকিস্তান, আইসিসি

অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতলেও ঘরের মাঠে ভালো করতে পারেনি পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে প্রস্তুতির জন্য ত্রিদেশীয় সিরিজ আয়োজন করলেও একটির বেশি ম্যাচ জিততে পারেনি তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ হেরে যাওয়ায় শিরোপাও জেতা হয়নি মোহাম্মদ রিজওয়ানদের। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় কিছুর প্রত্যাশা করছিলেন দেশটির সমর্থকরা।
পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি
11 Mar 25
৮ দলের টুর্নামেন্ট শুরুর আগে দেশটির প্রধানমন্ত্রী ক্রিকেটারদের উদ্দেশ্য করে বলেছিলেন, শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই হবে না, সাথে ভারতকেও হারাতে হবে। অথচ ঘরের মাঠে হওয়া টুর্নামেন্টে জয়শূন্য থেকে শেষ করতে হয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে হারের পর ভারতের ম্যাচে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ খেলার কথা থাকলেও সেটা বৃষ্টিতে ভেসে যায়।

পুরো টুর্নামেন্ট জুড়ে নিজেদের নামের সুবিচার করতে পারেননি রিজওয়ান, বাবর, শাহীন আফ্রিদি, নাসিম ও হারিসের মতো ক্রিকেটাররা। জিও নিউজ জানিয়েছে, ১৬ মার্চ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এমন অবস্থায় তিনটি ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নেয়ার কথা ভাবছেন বাবর, শাহীন আফ্রিদিরা।
বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ
5 Mar 25
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেললেও সবশেষ তিন আইসিসির টুর্নামেন্টে ভালো করতে পারেননি পাকিস্তান। ভারতে হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন বাবরা। সেবার ভারতের পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে হেরেছিলেন তারা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুবিধা করতে পারেননি তারা।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান হেরেছিল যুক্তরাষ্ট্রে বিপক্ষে। ফলে সুপার এইটে ওঠার আগেই বাড়ি ফিরতে হয় পাকিস্তানকে। আইসিসির টুর্নামেন্টে টানা ব্যর্থ হওয়ায় বিষয়টি সংসদেও আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও জনসংযোগ সহকারী রানা সানাউল্লাহ।