পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত, আইসিসি

টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচেই হেরে সেমি ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দলের। যদিও জিতে টুর্নামেন্ট শেষ করাই লক্ষ্য বাংলাদেশের। দেশের দর্শকদের জন্যও একটি জয় প্রয়োজন বলে মনে করছেন শান্ত। তাই তাদের শেষ ম্যাচে একটি জয় উপহার দিতে চান তিনি।
মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন
6 Mar 25
নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর শান্ত বলেছেন, 'আমরা ম্যাচটি জিততে চাই। আমরা চেষ্টা করব নিজেদের শতভাগ দিয়ে জয় পেতে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইব। এটি আরেকটি ম্যাচ। দেশের হয়ে খেলা আমাদের জন্য সব সময় গর্বের। আশা করি ছেলেরা আমাদের জন্য এবং দর্শকদের জন্য বিশেষ কিছু করে দেখাবে। আশা করবো পরের ম্যাচটি আমাদের জন্য ভালো হবে।'
এখনও পর্যন্ত আইসিসির ২২টি টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। প্রতিটি টুর্নামেন্টেই ব্যর্থ হয়েছে টাইগাররা। সর্বোচ্চ সাফল্য ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল। এমনকি আইসিসির টুর্নামেন্টে সব ম্যাচ হেরে বাদ যাওয়ারও রেকর্ড আছে টাইগারদের। এবারও বাংলাদেশের সঙ্গী হয়েছে ব্যর্থতা।

বাংলাদেশের ক্রিকেটের শুরু থেকেই মূল সমস্যা ছিল ব্যাটিং। অনেক সময় বোলারদের কল্যাণে ম্যাচ জিতেছে টাইগাররা। আবার অনেক সময় বিভিন্ন ব্যাটারের অতিমানবীয় পারফরম্যান্সেও বিশ্ব আসরে জয় পেয়েছে। তবে চূড়ান্ত কোনো সাফল্য আসেনি। তাই শিরোপার খাতা শূন্য বাংলাদেশের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর
58 mins ago
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের ব্যর্থতার মূল কারণ ব্যাটিং। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে তাওহীদ হৃদয় ও জাকের আলী মিলে ২২৮ পর্যন্ত পৌঁছে দিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশ করেছে ২৩৬ রান। যা অনায়াসে পেরিয়ে গেছে কিউরা। শান্ত ম্যাচ শেষে ইঙ্গিত দিলেন ভিন্ন পরিবর্তনের।
তিনি বলেন, 'এটি খুবই হতাশার। আপনি যদি আমাদের বোলিং ইউনিট দেখেন, তারা গত কয়েক বছর ধরে দারুণ করছে। আমাদের বেশ কয়েকজন কোয়ালিটি পেস বোলার রয়েছে। আমরা সব সময় একজন রিস্ট স্পিনার খুঁজছিলাম। সেটাও পেয়ে গেছি। আমার মনে হয় ব্যাটিং এবং ফিল্ডিংয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে।'
শান্ত যোগ করেন, 'আমরা অনেকদিন ধরেই ব্যাটিং নিয়ে কাজ করছি। উন্নতিও করেছি। কিন্তু আমরা একই ভুল করছি। কীভাবে আমাদের ব্যাটিংয়ে উন্নতি করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে। এই টুর্নামেন্ট শেষে ব্যাটিং ইউনিটে আমরা কিছু পরিবর্তন করব। ভিন্নভাবে চিন্তা করব এবং নিজেদের ব্যাটিংয়ে উন্নতি করার চেষ্টা করব।'