promotional_ad

বাংলাদেশে পিষ্ট থাইল্যান্ড

promotional_ad

এশিয়া কাপে বাংলাদেশ দল জয়ের ধারা অব্যাহত রেখেছে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে স্মরণীয় জয়ের পর এবার থাইল্যান্ডের বিপক্ষে হেসেখেলে জিতেছে বাংলাদেশের মেয়েরা।


ফাইনালের দৌড়ে এগিয়ে যাওয়ার ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। বোলাররা অধিনায়ককে নিরাশ করেনি। অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে মাত্র ৬০ রান তুলেছে।


নান্নাপাত কঞ্চারয়েঙ্খাই (১৫) ও সরনানিন তিপচ (১৩) ছাড়া উপরের সারির ব্যাটসম্যানদের মধ্যে কেউই দুই অংকের ঘরের পৌছাতে পারেনি। শেষের দিকে এসে সিরিন্ত্রা ১৪ রান যোগ করে দলের স্কোর অর্ধশত ছাড়াতে সাহায্য করেন।



promotional_ad

বাংলাদেশি বোলারদের মধ্যে সবাই উইকেটের দেখা পেয়েছেন। সালমা ও নাহিদা সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া জাহানারা, খাদিজা, ফাহিমা ও রুমানা একটি করে উইকেট নিয়েছেন।


থাইল্যান্ডের দেয়া মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে জয় ছিনিয়ে মাত্র ১১.১ ওভারেই। শুরুতে ওপেনার সুলতানার এক উইকেট হারালেও আয়শা ও নিগার সুলতানা আর কোন বিপদ ঘটতে দেন নি। দুইজনই ২৫ রান করে অপরাজিত ছিলেন। 


বড় ব্যবধানের জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ দল। চার ম্যাচে তিন জয় ও +.৪৫৬ রান রেটে পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। এক ম্যাচ কম খেলা ভারত ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে।



ভারতের সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে চার নম্বরে আছে শ্রীলঙ্কার মেয়েরা। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলবে এশিয়া কাপের ফাইনাল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball