promotional_ad

ভারত জয়ে বাংলাদেশের ইতিহাস

promotional_ad

মালয়েশিয়ায় এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে প্রথমবারের মত হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। দুই বল ও সাত উইকেট হাতে রেখেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।


এর আগের ম্যাচে পাকিস্তানকে হারানোর পর এবার ভারত বধ করা বাংলাদেশের জন্য এশিয়া কাপের ফাইনাল খেলার পথ সুগম হল। ভারতের দেয়া ১৪২ রানের জবাবে ফারজানা হক ও রুমানা আহমেদের ব্যাটে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ।


ফারজানা ৪৬ বলে ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে সর্বোচ্চ ৫২ রান করে অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দেন ৩৪ বলে আগ্রাসী ব্যাটিং করে অপরাজিত ৪২ রান করা রুমানা। 


এছাড়া দুই ওপেনার শারমিন সুলতানা ও আয়শা রহমান বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন। শারমিন ৩৩ রান ও আয়শা ১২ রান করে আউট হলেও ব্যাটিং পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।



promotional_ad

নিগার সুলাতানা ১ রানে আউট হলেও রুমানা ও ফারজানা জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। এর আগে শুরুতে ব্যাট করা ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান তুলে। মিডেল ওভারে হারমানপ্রিত কউর ও দীপ্তি শর্মার অর্ধশত ছাড়ানো জুটি ভারতকে সম্মানজনক পুঁজি এনে দিয়েছে।


হারমানপ্রিত ৪২ ও দীপ্তি ৩২ রান করেছেন। এছাড়া আর কেউই বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। শুরুর দিকে অধিনায়ক সালমা খাতুনে স্মৃতি মান্দানা দ্রুত বিদায়ের পর মিতালি রাজকে রান আউট করেন নাহিদা।


ভালো শুরুর পর রান আউটে ফিরেছেন ২০ রান করা পূজা। ৭০ রানে তিন উইকেটের দল থেকে জুটি গড়ে ভারতের মান বাঁচান কউর ও দীপ্তি। কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ভারতের ব্যাটিং অর্ডারে আঘাত হানেন রুমানা।


দ্রুত তিন উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৪১ রানে থামে ভারতের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রুমানা। একটি উইকেট নিয়েছেন সালমা।



বল হাতে তিন উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৪২ রান করে ম্যাচ সেরা হয়েছে রুমানা আহমেদ।


ভারত স্কোয়াড: মোনা মশারম, স্মৃতি মান্ধানা, বেদে কৃষ্ণমূর্তি, আনুজা পাটিল, হরমানপ্রীতি কউর, পূজার শিল্পক, একতা বিস্ত, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, দীপ্তী শর্মা, পুমাম যাদব, মিতালী রাজ, জেমিমা রডরিগস , ঝুলন গোস্বামী, রাজেশ্বরী গায়াকওয়াদ।


বাংলাদেশ স্কোয়াড: শামীমা সুলতানা, আয়শা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, সালমা খাতুন, জাহানারা আলম, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার, সানজিদা ইসলাম, জন্নাতুল ফেরাদাউস, পান্না ঘোষ, শারমিন সুলতানা, লিলি রানী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball