promotional_ad

হেডিংলিতে পাকিস্তানের লজ্জার হার

promotional_ad

লর্ডসের স্মরণীয় জয়ের ধারা বজায় রাখতে পারল না সফরকারী পাকিস্তান। উল্টো দাপুটে পাকিস্তানি দলকে খুঁজে পাওয়াই গেল না হেডিংলি টেস্টে। ম্যাচের তৃতীয় দিনেই ইংল্যান্ড বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়তে হয়েছে পাক ব্যাটসম্যানদের।


ফলাফল, ইনিংস ও ৫৫ রানের অবিশ্বাস্য জয় নিয়ে সিরিজ ড্র করেছে জো রুটের ইংল্যান্ড। তৃতীয় দিনের শুরুতে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ৩৬৩ রানে থামায় পাক পেসাররা। 
আমির, আব্বার ও আলি দুটি করে উইকেট শিকার করেন। তবে তিন উইকেট নিয়ে নজর কেড়েছেন ফাহিম।


ইংল্যান্ডের হয়ে মনে রাখার মত ইনিংস খেলেন সাত নম্বরে নামা জস বাটলার। ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তবে পাকিস্তানের জন্য ইংলিশদের প্রথম ইনিংস স্কোর ৩৬৩ রানই যথেষ্ট ছিল। পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তাণ্ডবের মুখে পড়ে পাকিস্তান।



promotional_ad

টপ অর্ডারে জিমি অ্যান্ডারসন দুই উইকেট নিয়ে দুয়ার খুলে দেয়ার পর ডমিনিক ব্যাস ও স্টুয়ার্ট ব্রড উইকেট সিকারে যোগ দেন। দুইজনই তিনটি উইকেট নিয়ে পাক ব্যাটিং অর্ডারে ধ্বস নামান। ক্রিস ওকস ও স্যাম কুরান একটি করে উইকেট নিয়ে পার্শ্ব নায়কের ভূমিকা পালন করেন।


নিজেদের দ্বিতীয় ইনিংসে ইমাম উল হকের ৩৪ ও উসমান সালাউদ্দিনের ৩৩ রান পাকিস্তানকে ১৩৪ রান পর্যন্ত যেতে সাহায্য করে। এছাড়া বাকি ব্যাটসম্যানরা কেউই বড় রানের দেখা পান নি। 


এর আগে টসে জিতে আগে ব্যাট করা পাকিস্তান প্রথম ইনিংসের স্কোর বোর্ডে রান তুলতে পারেনি। ১৭৪ রানে অল আউট হতে হয়েছে তাদের। প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে একমাত্র সাদাব খান ৫৬ রান করেছিলেন। 



ইংলিশ বোলাররা পাকিস্তানের প্রথম ইনিংসেও ছিল উজ্জ্বল। হেডিংলির কন্ডিশন কাজে লাগিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের ক্রিজে স্থায়ী হতে দেয় নি কেউই। তিন ফ্রন্ট লাইন পেসার ব্রড, অ্যান্ডারসন ও ওকস তিনটি করে উইকেট নিয়েছিলেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball