promotional_ad

লর্ডসের জন্য শতভাগ প্রস্তুত আমিরঃ আর্থার

promotional_ad

পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির ইংলিশ গ্রীষ্মের প্রথম টেস্টের জন্য সম্পূর্ণ প্রস্তুত। হাঁটুর ইনজুরির কারণে আমিরের লর্ডস টেস্ট খেলা নিয়ে শঙ্কা ছিল। গুরুত্বপূর্ণ টেস্টের আগে অবশ্য সেই শঙ্কা উড়িয়ে দিলেন কোচ মিকি আর্থার।


লর্ডস টেস্টের আগে লিচেস্টারশেয়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেনি আমির। পেস বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা থেকে আমিরকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন মিকি আর্থার। তার ভাষায়,


'আমির শতভাগ ফিট, সে ম্যাচের জন্য প্রস্তুত। আমরা প্রস্তুতি ম্যাচে পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানর পরিকল্পনা করেছিলাম। সেই জন্যই আমির শেষ লিচেস্টাশেয়ারের বিপক্ষে ম্যাচে খেলেনি। মোহাম্মাদ আব্বাস প্রথম প্রস্তুতি ম্যাচে বিশ্রামে ছিল। হাসান আলি দ্বিতীয় ও মোহাম্মদ আমির শেষ ম্যাচে বিশ্রামে ছিল।'



promotional_ad

ইংল্যান্ড সফরে তরুনদের নিয়ে গড়া পাকিস্তান পেস আক্রমণের নেতায় ভূমিকায় থাকবেন ২৬ বছর বয়সী মোহাম্মদ আমির। সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে মাত্র ৫৮ রানে অল আউট হওয়া ইংল্যান্ডের বিপক্ষে বাঁহাতি ফাস্ট বোলিংয়ের বিষ ছড়িয়ে দিতে প্রস্তুত এই পাক তারকা।


নিউজিল্যান্ডের অকল্যান্ডে ছয় উইকেট নেয়া আরেক বাঁহাতি ট্রেন্ট বোল্টের কাছে ধরাশায়ী হয়েছিল ইংলিশ ব্যাটসম্যানরা। এবার ইংলিশদের ঘরের মাঠে আমিরের বাঁহাতি পেস বোলিং লেলিয়ে দিতে চান মিকি আর্থার।


'আমি মনে করি মোহাম্মদ আমির গতি ও সুইং এর ক্ষেত্রে অন্যতম সেরাদের একজন। অকল্যান্ডে ট্রেন্ট বোল্ট???র স্পেলটি আমরা দেখেছি। বাঁহাতি বোল্টের লেন্থ সম্পর্কে আমরা জানি। আমির বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে দুর্দান্ত, 



ইংলিশ টপ অর্ডারে অ্যালিস্টার কুক, মার্ক স্টোনম্যান ও ডেভিড মালানের মত বাঁহাতি ব্যাটসম্যান রয়েছে। আমি আশা করছি এবার ভাগ্য আমিরের সহায় হবে, কারণ তার বলে অনেক ক্যাচ মিস হয়েছে। তবে সে এই মুহূর্তে খুবই দৃঢ়প্রতিজ্ঞ। মানসিক ভাবেও ভালো জায়গায় আছে সে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball