টেস্ট-ওয়ানডেতে ভিন্ন কোচ পাচ্ছে টাইগাররা?

ছবি:

জাতীয় দলের জন্য প্রধান কোচ নিয়োগের ব্যাপারে পরামর্শ দিতে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেন। বাংলাদেশ দলের কি রকম কোচ দরকার এ নিয়ে রীতিমত গবেষণা করছেন তিনি।
এই ব্যাপারটি নিয়ে জাতীয় দলের সিনিয়র খেলয়াড়, নির্বাচক ও বিসিবির পরিচালকদের সাথেও বৈঠক করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে দেখা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথেও। কোচের ব্যাপারে বেশ কিছু পরামর্শ দিয়েছেন গ্যারি কারস্টেন।
এর মধ্যে ওয়ানডে ও টেস্টে আলাদা কোচ নিয়োগের ব্যাপারেও কথা বলেছেন তিনি। তা না হলে একজন প্রধাণ কোচের দায়িত্বে তিন ফরম্যাটের জন্য আলাদা কোচের চিন্তা করবে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, যেভাবে ক্রিকেট এগুচ্ছে, তাতে করে এক কোচের মানসিকতা থেকে সড়ে আসা জরুরি বলে মনে করেন তিনি।

"হয়তো আমাদের একজন হেড কোচ থাকবে। অবশ্য আলাদা হওয়াই ভালো, ভিন্ন কোচ থাকবে লাল বল সাদা বলে। টেস্টটাকে একটু আলাদা করতে চাই, দুটোই যেহেতু ভিন্ন মাত্রা। অথবা একজন হেড কোচের দায়িত্বে আমাদের স্পেশালিস্ট কোচ থাকা দরকার তিন ফরম্যাটের জন্য। আজকাল যেভাবে খেলাগুলো এগুচ্ছে, এখন যদি আমরা একই মানসিকতা নিয়ে চলতে থাকি তা হবে না।"
কারস্টেনের সাথে কথা বলে পাপন জানিয়েছেন দুদিনেই বাংলাদেশের ক্রিকেট সম্বন্ধে বেশ ভালো ধারণা হয়েছে এই প্রোটিয়া কোচের। ঠান্ডা মাথায় সঠিক লোকদের নিয়োগ দিলে তা বাংলাদেশ দলের জন্য ভালো হবে বলে মনে করেন।
"আমাদের ক্রিকেট নিয়ে তার ভালো ধারণা হয়েছে। তিনি মনে করেন বাংলাদেশে ক্রিকেটের ভালো সম্ভাবনা আছে। আমরা যদি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে সঠিক লোকদের নিয়োগ দিতে পারি তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে।"