promotional_ad

সাকিবদের সামনে ক্ষুধার্ত কলকাতা

promotional_ad

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। শেষ চারে জায়গা করে নিতে হলে সানরাইজার্স হায়দ্রাবাদের ঘরের মাঠে জয় পেতে হবে দীনেশ কার্তিকদের। 


শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার ম্যাচে দুই পয়েন্ট অর্জন করতে পারলেই ১৬ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নিতে পারবে কেকেআর। আজকের ম্যাচে হারলে মুম্বাই ও ব্যাঙ্গালুরুর দিকে চেয়ে থাকতে হবে কলকাতাকে।


শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়া কলকাতা চাইবে হায়দ্রাবাদের গলার কাটা হয়ে উঠতে। নিজেদের কন্ডিশনে একরকম অপ্রতিরোধ্য সাকিব-রাশিদরা। স্লো ও লো উইকেটের সুবিধা নিয়ে সফরকারী দলকে অল্প রানে বেঁধে ফেলায় পটু হায়দ্রাবাদ।


তবে কেকেআরের বোলিংয়ে হায়দ্রাবাদের কন্ডিশনের জন্য মানানসই। কুলদিপ যাদব, সুনিল নারিনদের সাথে আরেক লেগি পিয়ুশ চাওলাকে আজকের ম্যাচে খেলতে দেখা যেতে পারে। তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলও বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।



promotional_ad

তবে হায়দ্রাবাদের দুর্দান্ত বোলিং আক্রমনের সামনে বড় পরীক্ষা দিতে হবে কেকেআর টপ অর্ডারকে। ক্রিস লিন, রবিন উথাপ্পাদের সাথে দীনেশ কার্তিকদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। শেষের দিকে দ্রুত রান তোলার দায়িত্ব পালন করবেন আন্দ্রে রাসেল।


অন্যদিকে ইতিমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গত দুই ম্যাচে হারতে হয়েছে সাকিবদের। চেন্নাই ও ব্যাঙ্গালুরুর মাঠে জ্বলে উঠতে পারেনি হায়দ্রাবাদের বোলাররা। ব্যাটসম্যানদের মধ্যে কেন উইলিয়ামসন অবিশ্বাস্য ফর্মে থাকলেও সিদ্ধার্থ কউল অতিরিক্ত রান খরচা করে আসছে।


রাশিদ খান, সাকিব আল হাসানরা ভালো বোলিং করলেও দল হিসেবে বোলাররা প্রতিপক্ষকে চেপে ধরতে পারেনি। কেকেআরের বিপক্ষে ম্যাচে হায়দ্রাবাদের বোলাররা ফের নিজেদের প্রমাণ করতে চাইবে। নিজেদের কন্ডিশনের সুবিধা নিয়ে প্লে অফের আগে জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাস অর্জন করতে চাইবে।


হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশঃ অ্যালেক্স হেইলস, শেখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, মানিশ পান্ডে, সাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠান, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার,  সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।



কলকাত??র সম্ভাব্য একাদশঃ ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক, শুভমান গিল, নিতিশ রানা, আন্দ্রে রাসেল, পিয়ুশ চাওলা, টম কুরান, শিভাম মাভি, কুলদিপ যাদব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball