এবার টি২০ ব্লাস্ট মাতাবেন আফগান স্পিনার মুজিব

ছবি:

মাত্র ১৬ বছর বয়সেই আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন স্পিনার মুজিব উর রহমান। আন্তর্জাতিক আঙ্গিনায় দুর্দান্ত খেলে ফ্র্যাঞ্চাইজি লীগ গুলোতেও নিজের চাহিদা তৈরি করেছেন এই ক্রিকেটার।
বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল)। এবার জানা গেল এই ক্রিকেটার টি২০ ব্লাস্ট মাতাবেন। ইংল্যান্ডের আসন্ন ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের হয়ে খেলবেন আফগানিস্তানের তরুণ স্পিনার মুজিবুর রহমান।
দলতির পক্ষ থেকে জানানো হয়েছে মুজিব ছাড়া নিউজিল্যান্ডের কলিন মুনরোর সাথেও চুক্তি হয়েছে তাদের। ক্লাবের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান,টি-টোয়েন্টি ব্লাস্টের পুরো মৌসুমে হ্যাম্পশায়ারের হয়ে খেলতে পারবেন মুজিব।

এই আফগান স্পিনার জাতীয় দলের হয়ে ১৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলে অফ-স্পিন, লেগ-স্পিন ও গুগলির সম্বনয়ে মাত্র ১১ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তিনি।
এবার টি২০ ব্লাস্ট মাতানোর পালা মুজিব উর রহমানের। রশিদ খানের পর আফগানিস্ত???নের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন এই তরুণ। আইপিএল শেষেই বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলবে আফগানরা।
সেখানেও নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে তিনি খুব বেশি অভিজ্ঞ না হলেও। আইপিএলের পারফরমেন্সই দলে জায়গা করে দিবে বলে মনে করছেন অনেকে।