promotional_ad

''বিশ্ব যুদ্ধের পর সেরা ব্যাটসম্যানদের একজন ওয়ার্নার''

promotional_ad

ক্রিকেট খেলা যার রক্তে মিশে রয়েছে তিনি কতদিন আর ক্রিকেটকে ছেড়ে থাকতে পারেন- ডেভিড ওয়ার্নারও পারছেন না।


অস্ট্রেলিয়ান এই ওপেনার কয়েকদিন আগেই বল টেম্পারিংয়ের দায়ে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।


ফলে জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটে আপাতত খেলতে পারছেন না তিনি। তবে ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে না ওয়ার্নারকে।


কারণ এরই মধ্যে জানা গেছে সিডনিভিত্তিক ক্লাব র‍্যান্ডউইক পিটারশ্যাম এ যোগ দিতে যাচ্ছেন তিনি।



promotional_ad

ক্লাবটির প্রেসিডেন্ট এবং সাবেক পেসার মাইক হোয়াইটনি এরই মধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন দলের হয়ে অন্তত প্রথম তিনটি অথবা চারটি ম্যাচ খেলবেন ওয়ার্নার।


এছাড়াও অনুশীলন পর্বে অংশ নেয়ার পাশাপাশি ক্লাবের তরুণ ক্রিকেটারদেরকেও সাহায্য করবেন ওয়ার্নার। হোয়াইটনি বলেছেন,


'আমরা তাঁকে পেয়ে বেশ সন্তুষ্ট। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারদের মধ্যে একজন সে। সে আমাদের ক্লাবের একজন কর্মকর্তার সাথে কথা বলছে এবং প্রথম তিনটি অথবা চারটি ম্যাচ খেলার জন্য সে প্রস্তুত। তবে এই পর্যায় এসে তিনটি অথবা চারটি রাউন্ড সে কেন খেলবে এটি আমি জানি না।'


দলের সকলেই ওয়ার্নের সাথে খেলার জন্য উন্মুখ হয়ে আছে বলেও জানান হোয়াইটনি। তাঁর মতে তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারবেন এই অজি ওপেনার। হোয়াইটনির ভাষ্যমতে, 



'সকলেই তাঁর সাথে খেলার জন্য রোমাঞ্চিত। তরুণ ক্রিকেটারদের জন্য সে অনেক বড় ভূমিকা রাখবে।'


উল্লেখ্য ওয়ার্নারের পাশাপাশি আরেক নিষিদ্ধ অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটও খেলবেন ক্লাব ক্রিকেটে। জানা গেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্লাব উইলেটনের জার্সিতে মাঠে নামবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball