promotional_ad

সরে দাঁড়ানোর কারণ জানালেন সাকিব

promotional_ad

লর্ডসের মাঠে অনুষ্ঠিতব্য বিশ্ব একাদশ বনাম এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি টোয়েন্টি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ঠিক কি কারণে তিনি সরে দাঁড়িয়েছেন এটি নিয়ে অনেকটাই ধোঁয়াশা ছিলো।


এবার সাকিব নিজেই খোলাসা করেছেন হুট করে এমন সিদ্ধান্ত নেয়ার কারণ। মূলত দেশের হয়ে খেলার জন্য নিজেকে ফিট রাখার উদ্দেশ্যেই বিশ্ব একাদশের দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।


বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন সাকিব। আইপিএল থেকে ফিরেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের দেরাদুনে রওয়ানা দিবেন তিনি।


সুতরাং দেশের কারণেই যে সাকিব খেলছেন না ক্যারিবিয়ানদের বিপক্ষে তা সহজেই অনুমেয়। সাকিব নিজেই স্বীকার করেছেন এমনটা। দেশের শীর্ষ বাংলা দৈনিক প্রথম আলোকে সাকিব এই সম্পর্কে বলেছেন,


promotional_ad

'আইপিএলে আমাদের (সানরাইজার্স হায়দ্রাবাদ) ফাইনালে যাওয়ার সুযোগ আছে। তা ছাড়া এমনিতেই অনেক দিন ধরে খেলছি, মৌসুমটা বড়। ২৯ মে যদি আমি ইংল্যান্ডে উড়ে যাই, ৩১ তারিখে খেলে আবার ১ জুন ফিরে আসতে হবে। এরপর ৩ তারিখে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। আমার জন্য এটা ক্লান্তিকর হয়ে যায়।'


আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাকিব। এই সিরিজে সেরা অবস্থানে থাকার ইচ্ছাও জানালেন তিনি। আর বিশেষ করে ভারতের মাটিতে খেলা হওয়ায় ভালো করার সুযোগ বেশি থাকছে টাইগারদের উল্লেখ করে সাকিবের ভাষ্য,


'আফগানিস্তান সিরিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সিরিজে সেরা অবস্থায় থাকতে চাই, যেন পারফর্ম করতে কোনো সমস্যায় পড়তে না হয়। তা ছাড়া বাংলাদেশের খেলাও তো ভারতেই। আমার জন্য ভালো হবে আমি যদি কয়েক দিন বিশ্রাম নিয়ে তারপর খেলতে পারি।'


বিশ্ব একাদশঃ


ইয়ন মরগান (অধিনায়ক, ইংল্যান্ড), সন্দ্বীপ লামিচানে (নেপাল), তামিম ইকবাল (বাংলাদেশ), শহীদ আফ্রিদি (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), রশিদ খান (আফগানিস্তান), দিনেশ কার্তিক (ভারত), হারদিক পান্ডিয়া (ভারত), লুক রঞ্চি (নিউজিল্যান্ড), মিচেল ম্যাকক্লেনেগান (নিউজিল্যান্ড)।


ওয়েস্ট ইন্ডিজ দলঃ


কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), দিনেশ রামদিন (উইকেটরক্ষক), স্যামুয়েল বদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস এবং কেসরিক উইলিয়ামস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball