promotional_ad

মাশরাফি হতে বদ্ধপরিকর তরুণ মিশু

promotional_ad

বয়সভিত্তিক ক্রিকেটে ইনজুরিতে পড়ার ফলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলতে পারেননি তরুণ পেসার ইয়াসিন আরাফাত মিশু। তবে দমে যাননি তিনি। মাশরাফি বিন মর্তুজার আদর্শে উজ্জীবিত মিশু ফেরার লড়াই চালিয়ে গেছেন নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে।


এরপর গত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরের একটি ম্যাচে মাশরাফিদের আবাহনীর বিপক্ষে মাত্র ৪০ রানে একাই ৮ উইকেট শিকার করে নিজের আগমনী বার্তা জানান দিতে সক্ষম হন মিশু।


এরপর বাংলাদেশ ক্রিকেট লিগের আসরেও এক ম্যাচে ৭ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আর ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্সই পরবর্তীতে তাঁকে জায়গা করে দিয়েছে ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াডে।



promotional_ad

ক্রিকেটার হওয়ার ইচ্ছা যখন থেকে নিজের ভেতরে লালন করেন মিশু তখন থেকেই তাঁর আদর্শ ছিলেন মাশরাফি। এমনকি তাঁর মাও নাকি তাঁকে বলতেন মাশরাফির মতো ক্রিকেটার হতে। সম্প্রতি দেশীয় টিভি চ্যানেল সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তরুণ এই পেসার নিজেই জানিয়েছেন এমনটা। মিশু বলছিলেন,


'আম্মা আমাকে এটাই বলতো যে যদি কখনো ক্রিকেটার হতে চাস তাহলে মাশরাফির মতো হবি। পায়ের ইনজুরি নিয়ে দেশের জন্য যে খেলছে তিনি বড় যোদ্ধার থেকেও আরো বেশি কিছু। আর তিনি নিজেকে নিয়ে কখনোই চিন্তা করেন না, বরং দেশের জন্য চিন্তা করে। সুতরাং মাশরাফির মতো হওয়ারই চেষ্টা করবো।'


একটা সময় ইনজুরির কারণে বেশ হতাশায় ডুবে গিয়েছিলেন মিশু। এমনকি রাতে ঘুমাতে পর্যন্ত নাকি পারতেন না তিনি। সেই পরিস্থিতি থেকে উঠে এসে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাওয়ায় নিজেও বেশ অবাক মিশু। তাঁর ভাষ্যমতে,



'আমার এমনও রাত কেটেছে যে সাড়া রাত কান্না করেছি। এতটা খারাপ লাগতো এটা ভেবে যে আজ আমি কোথায় আছি, আর কোথায় থাকতে পারতাম। একা থাকতাম, আশা ছিলো না যে জাতীয় দলের মতো জায়গায় এত দ্রুত ডাক পাবো। তবে এইচপি, এ দলে আশা ছিলো খেলার। জাতীয় দলে ডাক পাওয়ায় আমি নিজেও অবাক হয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball